শুক্রবার ● ১৭ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে বিদ্যুতের ভোগন্তী চরমে: বোরো উৎপাদনের লক্ষ্যামাত্রা ব্যহত হওয়ার আশঙ্কা
আলীকদমে বিদ্যুতের ভোগন্তী চরমে: বোরো উৎপাদনের লক্ষ্যামাত্রা ব্যহত হওয়ার আশঙ্কা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৩ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১২মি.) আলীকদমে বিদ্যুতের ভোগান্তী চরমে। লাগাতার লোডসেডিংয়ের কারণে অতিষ্ঠ জনজীবন। নিয়মিত সেচ দিতে না পারায় উপজেলার দেড় হাজার একর বোরো চাষ হুমকির মুখে। কৃষকদের মধ্যে চরম হতাশা। গত কয়েক সপ্তাহ যাবত সপ্তাহে দু’একদিন ৭-৮ ঘন্টা বিদ্যুৎ থাকলেও অন্যদিনগুলোতে ৩-৪ ঘন্টার বেশি বিদ্যুৎ পাওয়া না যাওয়ার কারণে বোরো চাষে নিয়মতি পানি সরবরাহ করা সম্ভব হচ্ছেনা। এছাড়াও নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছে উপজেলার প্রায় ত্রিশ হাজার জনসাধারণ। বিদ্যুৎ নির্ভার ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখার মালিকরাও নিরাশার মন্ত্র শ্রবন করছে লাগাতার। নিয়মিত উৎপাদন ব্যহত। অফিস আদালত, স্কুল, কলেজ, মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ব্যঘাত ঘটছে প্রতিনিয়ত। বিভিন্ন সময়ে বিদ্যুৎ বিভাগের লোকজনের মাথে
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মামুন ইয়াকুব সিএইচটি মিডিয়াকে বলেন, চলতি বোরো মৌসুমে আলীকদম উপজেলায় প্রায় ১৬’শ একর জমিতে বোরো চাষ হয়েছে। তার মধ্যে অধিকাংশ স্কীমগুলোতেই বিদ্যুৎ চালিত পাম্প দ্বারা সেচ দেওয়া হয়। কিন্তু ঠিম মত বিদ্যুত না পাওয়ার কারণে প্রায় এক হাজার একরের চেয়েও বেশি চাষ হুমকির মুখে আছে। এখনি যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে বোরো আবাদ থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা অসম্ভব হয়ে পড়বে।
উপজেলা জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিটির সদস্য সচিব মংব্রাচিং মার্মা বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার পূর্ব শর্ত হচ্ছে দেশকে বিদ্যুতে সয়ংসম্পুর্ণ করা। আর সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য নিরলশ কাজ করে যাচ্ছে। কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের নৈরাজ্যের কারণে সরকারের মিশন ও ভিশন দুটোই হুমকির মূখে। তাই আমি এবিষয়ে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
অন্যদিকে লামা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী ফয়জুল আলম এর সাথে জানতে চাইলে তিনি বলেন গত দশ বছরের মধ্যেও বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছ টাকা হয়নি। যার কারণে বার বার লাইন অফ হয়ে যায়। এছাড়াও দোহাজারী থেকে বিদ্যুতের সরবরাহ পেলে লাইন টেকসই হয়। যখনই কক্সবাজার থেকে লাইন নেওয়া হয় এধরণের সমস্যাগুলি বেড়ে যায়।