শুক্রবার ● ১৭ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে বঙ্গবন্ধর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
চুয়েটে বঙ্গবন্ধর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
রাউজান প্রতিনিধি :: (৩ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৭ পালিত হয়েছে।
১৭ মার্চ শুক্রবার আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, জন্মদিবসের কেক কাটা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শের উপর আলোচনা, শিশু-কিশোরদের অংশগ্রহনে রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
এ উপলক্ষে চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মোস্তফা কামাল, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। আলোচনায় অংশ নেন পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: জামাল উদ্দীন আহমেদ, শহীদ তারেক হুদা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: আব্দুর রশীদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূইয়া, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তী, কর্মচারী সমিতির পক্ষে জনাব ইসহাক মিজি এবং ছাত্র-ছাত্রীদের পক্ষে ডি. এম. নুসরাত আল-ইসলাম (অমি)। স্বাগত বক্তব্য রাখেন উপ-ছাত্রকল্যাণ পরিচালক ড. জি.এম.সাদিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন মানবিক বিভাগের প্রভাষক নাহিদা সুলতানা ও সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রহমান।
প্রধান অতিথি বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রতিষ্ঠান। এটি অনন্য এক দর্শনের নাম। তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি। যতদিন বাঙ্গালি জাতি থাকবে ততদিন তাঁর নাম জাতির হৃদয়ে লেখা থাকবে। তিনি স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। আমাদের আশার কথা এই যে, তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার পথে আমরা বেশ দৃঢ়ভাবেই এগিয়ে যাচ্ছি। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে গেলে অচিরেই আমরা জাতির জনকের স্বপ্নের বাস্তব রূপ দেখতে পাব। সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশের সেবায় আত্ব নিয়োগ করতে হবে। দেশের ভালোবাসায় মোহিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।