শুক্রবার ● ১৭ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মোরেলগঞ্জে স্ত্রী যৌতুক মামলায় শিক্ষক স্বামী বরখাস্ত
মোরেলগঞ্জে স্ত্রী যৌতুক মামলায় শিক্ষক স্বামী বরখাস্ত
বাগেরহাট প্রতিনিধি :: (চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি.) বাগেরহাটের মোরেলগঞ্জে স্ত্রী যৌতুক মামলায় সরকাারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নান্না মিয়া সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, অত্র উপজেলার সোনাখালী গ্রামের জেসমিন আরা বেগমের সাথে শরনখোলা উপজেলা মঠেরপাড় গ্রামের মৃত. কাদের হাওলাদারের পুত্র ১৪ নং মঠেরপাড় সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নান্না মিয়ার সাথে ২০০৫ সালে বিয়ে হয়। চাকুরীর সুবাধে জেমিন আরা বেগমকে ঢাকায় অবস্থান করতে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি সন্তান জন্ম নিলেও তারা বেঁচে নেই।
এরই মাঝে কৌসুলী স্বামী তার স্ত্রীর কাছ বিভিন্ন অজুহাতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তার কাছ থেকে জমি ক্রয় ও বাড়ি নির্মানের জন্য ১৫ লক্ষ টাকা নেয়। জমির টাকা স্ত্রীর কাছ থেকে নিলেও স্বামী নান্না মিয়া গোপনে দুটি বাড়ি নিজের নামে ক্রয় করে নেয়।
এদিকে স্ত্রী ঢাকা থাকার সুযোগে স্বামী নান্না মিয়া জড়িয়ে পড়ে পরকীয়ায়। সচতুর নান্না মিয়া তার জীবন থেকে সরিয়ে দেয়ার উদ্দেশ্যে নানা কূট কৌশলের আশ্রয় নেয় এবং জেসমিন আরা কাছে মোট অংকের যৌতুক দাবি করে।
পুনরায় তিনি যৌতুকের টাকা দিতে অস্বীকার করার তার উপর নেমে আসে শারীরিক ও মানাসিক নির্যাতন করে।
বরখাস্তের পর নান্না মিয়া নানা ভাবে জীবন নাশের নাশের হুমকি দিচ্ছে জেসমিন আরাকে। জেসমিন আরা নিজ অর্থের কেনা ৮-১০ ভরি স্বর্ণালংকার ,ফ্রিজ সহ লক্ষ লক্ষ টাকার মামলার আত্মসাতের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তার স্ত্রী জেসমিন আরা জানান।
এ নির্যাতন সহ্য করতে না পেরে জেসমিন আরা বাদি হয়ে স্বামীর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন (সিআর-১৭/২০১৬) ও পারিবারিক আদালতে আরো একটি মামলা দায়ের করেন(মামলা নং-১৪/২৬৯)।
এ মামলা বিচারাধীন রয়েছে। এ মামলার কারনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমাদ্দার তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। যার স্মারক নং-জেপ্রশিঅ/বাগের/১৯১/৭,তারিখ-০৯/০২/২০১৭।