রবিবার ● ১৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পানছড়িতে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন নারী নিহত
পানছড়িতে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন নারী নিহত
পানছড়ি প্রতিনিধি :: (৫ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ওমরপুর গ্রামে ভূমির সীমানা বিরোদের জের ধরে সংঘর্ষে স্বামী-স্ত্রী ১৮ মার্চ শনিবার কাজিম উদ্দিন (৫৫) ও তার স্ত্রী খোদেজা বেগম (৪৩) আহত হয়। আজ ১৯মার্চ রবিবার স্ত্রী চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন।
জানাযায়, ওমরপুর গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে কাজিম উদ্দিন (৫৫) ও তার স্ত্রী খোদেজা বেগম (৪৩) এর সাথে ওমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. আলম ও আলমাসের সাথে কাজিম উদ্দিনের সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ নিয়ে এলাকার সাবেক ইউপি সদস্য মো. হাবিবুর রহমান সীমানা নির্ধারণ করে বিষয়টি মিমাংশা করে দেয়। কিন্তু মো. আলম ও আলসাম তা মেনে নিতে না পেরে ১৮ মার্চ শনিবার সকালের দিকে আলম, আলসাম ও তাদের মামা আবুল কাসেম পরিকল্পিতভাবে সীমানা পিলার তুলে ফেলার চেষ্টা চালায়।
এ সময় কাজিম উদ্দিন বাঁধা দিতে গেলে অতর্কিতভাবে কাজিম উদ্দিন ও তার স্ত্রী’র উপর হামলা চালায়। এতে কাজিম উদ্দিন ও তার স্ত্রী খোদেজার মাথা ফেটে যায়। আহতবস্থায় তাদের পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কাজিম উদ্দিনের মাথায় ৮টি ও খোদেজা বেগম এর মাথায় ৬টি সেলাই দেয়। পরে আহতদের অবস্থা অবনতি ঘটলে খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করে। সেখানে খোদেজা বেগমের অবস্থা আশংখ্যা জনক হওয়ায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৯ মার্চ রবিবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কাজিম উদ্দিনের ছেলে মো. খাইরুল পানছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে পানছড়ি থানা অফিসার ইনচার্জ এসআই মো. ইয়াছিন (ভারপ্রাপ্ত) এর সাথে কথা হলে তিনি বলেন, মামলা দায়ার করা হয়েছে। মামলা নং ০৩। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।