রবিবার ● ১৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » পাখি বিষয়ে সচেতনতা বাড়াতে র্যালী
পাখি বিষয়ে সচেতনতা বাড়াতে র্যালী
ঝিনাইদহ প্রতিনিধি :: (৫ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মি.) “পাখির জন্য অভয়াশ্রম গড়ি, পরিবেশ রক্ষা করি” এ শ্লোগানকে সামনে রেখে পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার ডা: কানিজ হোসেন জাহান, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সেলিম আজাদ খানসহ অন্যান্যরা। সে সময় বক্তারা, পরিবেশ রক্ষায় পাখি সংরক্ষণের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে বিভিন্ন স্থানে পাখির অভয়াশ্রম গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।