বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » কৃষি » পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন চাইলে পাহাড়ের সচেতন মহলকেই কলম ধরতে হবে : নির্মল বড়ুয়া মিলন
পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন চাইলে পাহাড়ের সচেতন মহলকেই কলম ধরতে হবে : নির্মল বড়ুয়া মিলন
ষ্টাফ রিপোর্টার :: (৯ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০১মি.) পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন চাইলে, সম্প্রীতি রক্ষা, প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের দুঃখ দুর্দশার কথা ও নিজেদের অধিকার যথাযথ ভাবে উপস্থাপনের জন্য এ অঞ্চলের সচেতন মহলকেই কলম ধরতে হবে, এর কোন বিকল্প নেই বলেন, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নির্মল বড়ুয়া মিলন ।
তথ্যপ্রযুক্তি আইন ৫৭(২) ধারায় ২০ দিন হাজত বাসের পর ২০ মার্চ সোমবার জামিনে মুক্ত হওয়ার পর শুভাকাঙ্খীদের শুভেচ্ছা সিক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
২২ মার্চ বুধবার বিকালে হাসপাতাল এলাকার নিজ বাসভবনে তাকে শুভেচ্ছা জানাতে আসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সাংবাদিকগণ, জেলা অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন শুভানুধ্যায়ীগণ।
রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে হাজত বাসের জন্য সমবেদনা প্রকাশ করেন এবং অনাকাঙ্খিত হয়রানীমুলক মামলার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেন।
এসময় সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন বলেন, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম অত্যন্ত কম সময়ে মাত্র ২ বছরে দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন ও দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ দিয়ে স্থানীয় একটি কুচুক্র মহল ও গুটিকয়েক সাংবাদিক ঈর্ষান্বিত হয়ে তাদের প্ররোচনায় আমার বিরুদ্ধে এমন মামলার ষড়যন্ত্র করা হয়েছে। সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রকাশনার প্রথম থেকে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট সংবাদ প্রকাশ করেনি। কাজেই নিরপেক্ষ সাংবাদিকতার স্বার্থে প্রত্যেক স্থানীয় প্রশাসনের নিরপেক্ষ ভুমিকা রাখার জন্য অনুরোধ করছি- বলেন নির্মল বড়ুয়া মিলন।
তিনি আরো বলেন, রাঙামাটিতে হ্রদের পাড় দখল, সরকারী সম্পদ জনসাধারনের চলাচলের ফুটপাট দখলসহ অপরিকল্পিত ভাবে যত্রতত্র অবৈধ স্থাপনা নির্মাণ হচ্ছে। এসব বিষয় নিয়ে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম একাধিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় একটি মহল আমাকে দমিয়ে রাখতে এসব হীনচেষ্টা চালাচ্ছে, এসবের মূলে স্থানীয় সুযোগ সন্ধানী একটি সিন্ডিকেট সরাসরি জড়িত বলেন তিনি।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কোন কুচক্রী মহলের সাথে আপোষ করেনা বলে তিনি সাফ জানিয়ে দেন।
উল্লেখ্য, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ গত জানুয়ারিতে জনস্বার্থে একটি সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে ৫৭(২) ধারায় তথ্য প্রযুক্তি আইনে রাঙামাটি কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন রাঙামাটি অটোরিক্সা চালক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক।