বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » ঝালকাঠি » প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়: আমির হোসেন আমু
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়: আমির হোসেন আমু
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: (৯ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৫মি.) শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনা যখনই ক্ষমতায় আসে, তখনই দক্ষিণাঞ্চলে উন্নয়ন হয়। আজকে পদ্মা সেতু ও পায়রা বন্দর হচ্ছে। এই পদ্মা সেতু ও পায়রাবন্দরকে ঘিরে বিদেশীরা দক্ষিণাঞ্চলে কল-কারখানা গড়ে তুলতে চাইছেন। দক্ষিণাঞ্চলই হবে একদিন অর্থনৈতিক উন্নয়নের মূলস্তম্ভ।
২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদ চত্বরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশ অনেক এগিয়ে গেছে এবং যাবে। আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। দেশের মানুষ আগের চেয়ে অনেক ভালো আছে। এখন আর কাউকে না খেয়ে থাকতে হয় না।
মন্ত্রী বলেন, সরকার সর্বস্তরের মানুষকে স্বাবলম্বী করতে চান। এজন্য একটি বাড়ি একটি খামার প্রকল্পসহ নানা প্রকল্প চালু করা হয়েছে।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারকে ফের ক্ষতায় আনার আহ্বান জানান তিনি।
জেলা প্রসাশক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক এর সঞ্চালনায় সভায় পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারন সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, বিজ্ঞ পিপি আ. মান্নান রসুল, সদর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান,আওয়ামী সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার,জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির,শহর যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্মাদ হাফিজ আল মাহমুদ প্রমুখ।