বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে ভাই অপহরণের অভিযোগে মামলা
ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে ভাই অপহরণের অভিযোগে মামলা
ঝালকাঠি প্রতিনিধি :: (৯ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩০মি.) সম্পত্তি আত্মসাৎ কারার জন্য আপন ভাইকে অপহরণের অভিযোগে ঝালকাঠি জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নিখোঁজ ব্যক্তির ছেলে এমরান হোসেন বাদী হয়ে ২৩ মার্চ বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেষ্ঠ্য বিচারিক আদালতে চাচা জেলা বিএনপি জলবায়ু বিষয়ক সম্পাদক মো. কবির হোসেন জোমাদ্দার ও তার বোন বকুলী বেগম এবং বোনের স্বামী মো. গিয়াস বিশ্বাসকে আসামী করে এ মামলাটি দায়ের করেন।
ঝালকাঠি জেষ্ঠ্য বিচারিক এইচএম কবির হোসেন মামামটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ দিয়ে বাদী পক্ষের আইনজীবী মোজাম্মেল হোসেন সিএইচটি মিডিয়াকে বলেন, গত ১৮ মার্চ ভোরে জেলার নলছিটি উপজেলায় গ্রামের বাড়িতে আসার সময় স্থানীয় তালতলা বাজার এলাকা থেকে আসামীরা বাদীর পিতা ব্যবসায়ী মো. আবুল হোসেন জোমাদ্দারকে অপহরণ করে। এসময় তিনি চিৎকার করলে আসামীরা তার মুখ বেঁধে মাহেন্দ্রযোগে বরিশালের দিকে নিয়ে যায়। যা মামলার সাক্ষীরা প্রত্যক্ষ করে। পরে অনেক খোঁজা খুজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয় নি। সম্পত্তি আত্মসাৎ করার জন্য ব্যবসায়ী মো. আবুল হোসেন জোমাদ্দারকে অপহরণ করে হত্যা করা হতে পারে বলেও আংশকা করছেন মামলার বাদীর ছেলে এমরান হোসেন।