শুক্রবার ● ২৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » খেলা » ছোটহরিণায় বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল প্রতিযোগিতা : ২৫ বিজিবি চ্যাম্পিয়ন
ছোটহরিণায় বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল প্রতিযোগিতা : ২৫ বিজিবি চ্যাম্পিয়ন
বরকল প্রতিনিধি :: (১০ চৈত্র ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১২.৫০মি.) ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি), ছোটহরিণা, রাঙামাটি পার্বত্য জেলার ব্যবস্থাপনায় ২৩ মার্চ বৃহসপতিবার রাঙামাটি জেলার বরকল উপজেলায় ভূষণছড়া ইউনিয়নের ত্রিপুরাঘাটে খুব্বাং নিন্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশের ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বনাম ভারতের ১৬৬ বিএসএফ ব্যাটালিয়ন এর মধ্যে ক্যাম্প পর্যায়ে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রীতি ভলিবল প্রতিযোগিতায় ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৩-০ সেটে (১ম সেট বিজিবি-২৫ এবং বিএসএফ-২২ পয়েন্ট, ২য় সেট বিজিবি-২৫ এবং বিএসএফ-১৮ পয়েন্ট, ৩য় সেট বিজিবি-২৫ এবং বিএসএফ-২২ পয়েন্ট) ১৬৬ বিএসএফ ব্যাটালিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এসময় প্রতিযোগিতার প্রতিপক্ষ ১৬৬ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক এবং ২ জন স্টাফ অফিসারসহ অন্যান্য বিএসএফ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রীতি ভলিবল প্রতিযোগিতায় ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আতিক চৌধুরী, বিএসপি, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এসকে এম সাকিব হাসান সানি ও কোম্পানী এবং বিওপি কমান্ডারগণসহ অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বাংলাদেশ - ভারত উভয় দেশের স্থানীয় জনসাধারণ বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে ভলিবল খেলা উপভোগ করেন। ভবিষ্যতে এ ধরণের আয়োজন বাংলাদেশ - ভারত উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং জনসাধারণের মধ্যে বন্ধুসূলভ মনোভাব ও ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধি করবে বলে স্থানীয়রা মনে করেন।
২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক আগত বিএসএফ প্রতিনিধি দলসহ বিজয়ী এবং বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।