শনিবার ● ২৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে গণহত্যা দিবস স্মরণে আলোচনা সভা
গাজীপুরে গণহত্যা দিবস স্মরণে আলোচনা সভা
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৪মি.) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘২৫শে মার্চ গণহত্যা দিবস’ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ শনিবার সকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। আরো বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি মুহাম্মদ সামাদ। সঞ্চালক ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. আসলাম ভূঁইয়া, ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু ও কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদ প্রমুখ।
প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বক্তব্যে বলেন, ২৫ মার্চ ১৯৭১ মুক্তিকামী নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড ছিল চরম নিষ্ঠুর ও জাতি-বিদ্বেষী। এক রাতেই ঢাকা শহরে কমপক্ষে ১০ হাজার লোককে হত্যা করা হয়, বিভিন্ন বস্তি, ঘর-বাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ করে ভস্মীভূত করা হয়। এ রকম হত্যাকাণ্ড ও নিষ্ঠুরতা ৯ মাস ধরে চলে।
অনুষ্ঠানের শুরুতে ২৫ মার্চ ও তৎপরবর্তী গণহত্যার ভিডিও প্রদর্শন করা হয়।