শনিবার ● ২৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » কামান্না ২৭ শহীদের বধ্যভূমিতে আলোক প্রজ্বলন
কামান্না ২৭ শহীদের বধ্যভূমিতে আলোক প্রজ্বলন
ঝিনাইদহ প্রতিনিধি :: (১১ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৫মি.) ঝিনাইদহের শৈলকুপায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০১৭ উদযাপন উপলক্ষ্যে কামান্না ২৭ শহীদের বধ্যভূমিতে আলোক প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ শনিবার বিকেলে উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না ২৭ শহীদ বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পমাল্য অর্পণ শেষে স্কুল মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, বগুড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, ছাত্রলীগ সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তানভীর পারভেজ রুবেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু কালামসহ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে সন্ধ্যায় বধ্যভূমিতে মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ্বলন করা হয়।