রবিবার ● ২৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » রাঙ্গুুনিয়ায় জাতীয় গনহত্যা দিবস পালন
রাঙ্গুুনিয়ায় জাতীয় গনহত্যা দিবস পালন
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: ২৫ মার্চ সেই ভয়াল ও কালরাত্রির স্মৃতিবাহী ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস।
মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। একাত্তরের অগ্নিঝরা এই দিনে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস ও বিভীষিকাময় কালরাত্রি।
এ রাতে বর্বর পাক বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এদিন বাঙ্গালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা।
২৫শে মার্চ জাতীয় গনহত্যা দিবস যথাযোগ্যভাবে সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে পালন করেন এবং শহীদদের স্মরণে বিদ্যালয়ের মাঠে সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা নিরবতা পালন ও শোক প্রকাশ করেন।