রবিবার ● ২৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » উখিয়া কলেজ পরিদর্শনে জাবি’র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক
উখিয়া কলেজ পরিদর্শনে জাবি’র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক
উখিয়া প্রতিনিধি :: ২৬ মার্চ রবিবার দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হোসেন। এ সময় তিনি প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত উখিয়া কলেজের পরিবেশকে শিক্ষার জন্য অত্যন্ত মানসম্মত বলে কলেজের সার্বিক উন্নতি কামনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
স্বপরিবারে পরিভ্রমণকালে উখিয়া কলেজের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা প্রদান করেন, অধ্যক্ষ ফজলুল করিম, উপাধ্যক্ষ আবদুল হক, সহকারী অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী।
একই দিন মহান স্বাধীনতা দিবসে ২৬ মার্চ সূর্য উদয়ের প্রথম প্রহরে উখিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের আত্মার শান্তি কামনায় পুস্প মাল্য অর্পণ ও স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০.৩০টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আবদুল হক, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ¯œাতক (সম্মান) রাষ্ট্র বিজ্ঞান ১ম বর্ষের ছাত্রী শারমিন আকতার, উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্রী ইসমত জাহান ও ১ম বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম।
উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক আহমদ ফারুক, প্রভাষক আলমগীর মাহমুদ, প্রভাষক কামরুন নাহার বেগম, প্রভাষক ড. গিয়াস উদ্দিন, প্রভাষক তহিদুল আলম, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক খোরশেদ আলম, প্রদর্শক জেসরাত পারভীন, লাইব্রেরীয়ান সাহাব উদ্দিন প্রধান সহকারী আবদুর রহিম, হিসাবরক্ষক জিয়াউল হক, আইটি কর্মকর্তা পলাশ বড়–য়া, কর্মচারীদের মধ্যে সাধন বড়–য়া, শামশুল আলম, মনিন্দ্র বড়য়া, নিলু বড়–য়া, কবির আহমদ, ছৈয়দ হামজা, নুরুল ইসলাম প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, প্রভাষক নুরুল হক, ত্রিপিটক থেকে পাঠ করেন আইটি কর্মকর্তা পলাশ বড়–য়া, গীতা থেকে পাঠ করেন প্রভাষক উত্তম কুমার ভৌমিক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী।