রবিবার ● ২৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়ার বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
বগুড়ার বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
বগুড়া প্রতিনিধি :: (১২ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২০মি.) বগুড়া গাবতলীর উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬ মার্চ রবিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের সভাপতি নাহীদ চৌধুরী সাইমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিডিবিএল ইনভেষ্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ভূতপূর্ব প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল চৌধুরী নান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা ফ্যামিলি প্লানিং সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক লুলু বিলকিস খানম, বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. মো. গাজী তৌহিদুল আলম চৌধুরী সনি। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দক্ষিনপাড়া ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল, প্রধান শিক্ষক আনওয়ারুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেকেন্দার আলী, মোহাম্মাদ আলী, সমাজসেবক মিজানুর রহমান, এনামুল হক, আনিছার রহমান, লিবন চৌধুরী। আরো বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মতিয়ার রহমান, সামছুল হক, সাখাওয়াত হোসেন, বকুল মিয়া, ফরিদ উদ্দিন, রুবি বেওয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক রিংকু রানী দেবী। সহযোগিতায় ছিলেন শিক্ষক শাহাদত হোসেন, অরবিন্দ কুমার, ওবায়দুর রহমান, মোশাররফ হোসেন, আব্দুল হাকিম, সেকেন্দার আলী, রেজাউল করিম, হিফজুর রহমান, জিন্নাত তারজানা হালিম, খালেদা পারভীন প্রমূখ। শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন।