মঙ্গলবার ● ২৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পানছড়িতে কিন্ডার গার্ডেন স্কুলের পুরুস্কার বিতরণ
পানছড়িতে কিন্ডার গার্ডেন স্কুলের পুরুস্কার বিতরণ
পানছড়ি প্রতিনিধি :: (১৪ চৈত্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বেলা ২.৫০মি.) বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার উল্লেখ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসাপ্রু চৌধুরী অপু বলেন, এই সরকারের আমলে দেশে শিক্ষা প্রতিষ্টান নকল মুক্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্টান গুলো ডিজিটাল এর আওতায় আনা হচ্ছে। প্রতিটি শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তির উপর শিক্ষাদানের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্টানকে আধুনিক করণের আওতায় আনা হচ্ছে।
মঙ্গলবার দুপুর ১২টায় খাগড়াছড়ি‘র পানছড়ি উপজেলা সদরের সানরাাইজ কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে ক্রিড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, খাগড়াছড়ি আসনের সু-যোগ্য সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মহোময় পাহাড়ের প্রতিটি আনাছে কানাছে ব্যপক উন্নয়ন করে যাচ্ছে। তিনিও শিক্ষার পাশাপাশি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছ।
এ সময় প্রধান অতিথি কিন্ডার গার্টেনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন। প্রতিষ্টানটির প্রধান শিক্ষক মিসেস মনোয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেজেইউ)‘র সভাপতি মোঃ নুরুল আজম, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন প্রমূখ।
প্রতিষ্টানটির শিক্ষ মোঃ জালাল হোসেন পরিচালিত সভায় আবো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর সভার কমিশনার মাসুদুল হক মাসুদ, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বাবুল, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, পানছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মংসো থোয়াই চৌধুরী প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিগন ক্রিয়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।