বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০১৭
প্রথম পাতা » ধর্ম » শাহজালাল উপশহর ইসলামিক সোসাইটির বার্ষিক মহাসম্মেলন
শাহজালাল উপশহর ইসলামিক সোসাইটির বার্ষিক মহাসম্মেলন
হাফিজুল ইসলাম লস্কর :: (১৬ চৈত্র ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় রাত ৯.১৭মি.) সিলেটের শাহজালাল উপশহরের ধর্মপ্রান তরুন যুবকদের দ্বারা প্রতিষ্ঠিত শাহজালাল উপশহর ইসলামিক সোসাইটি সিলেট শহরের অন্যতম ইসলামিক সংগঠন। শাহজালাল ইসলামিক সোসাইটি দ্বীনি তাহযিব তামাদ্দুন এর কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় সিলেটের প্রানকেন্দ্র শাহজালাল উপশহরের ঐতিহ্যবাহী আই ব্লক মাঠে শাহজালাল উপশহর ইসলামিক সোসাইটির ২য় বার্ষিক মহাসম্মেলন ২০১৭ অনুষ্টিত হতে যাচ্ছে।
৪ এপ্রিল মঙ্গলবার শাহজালাল উপশহরের আই ব্লক মাঠ প্রাঙ্গনে দ্বিপ্রহর ২ ঘটিকা হইতে মধ্যরাত পর্যন্ত ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।
সিলেটের স্বনামধন্য ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ক্বামিসুল উলুম দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস ও শাহজালাল উপশহর ইসলামিক সোসাইটির প্রধান উপদেষ্টা মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী সভাপতিত্বে, শাহজালাল উপশহর ইসলামিক সোসাইটির কার্যকরি কমিটির সদস্যদের সঞ্চালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় এবং শাহজালাল উপশহরের তাওহীদী জনতার সার্বিক সহযোগিতায় অনুষ্টিতব্য ইসলামী মহাসম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন বর্ষিয়ান আলেমেদ্বীন তেজ্ব্সী বক্তা, উস্তাযুল আছাতেযা, দেশখ্যাত মুফাসসিরে ক্বোরআন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী।
প্রধান বক্তা ড. আ. ফ. ম. খালেদ হোসাইন, চট্রগ্রাম, প্রধান পরামর্শক ও বিশেষ অতিথি আল্লামা মুফতী আবুল কালাম যাকারিয়া।
এছাড়াও উক্ত সম্মেলনে তাফফসীর পেশ করবেন আল্লামা নুরুল ইসলাম খান (দা:বা:) সুনামগঞ্জী, মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলামসহ সিলেটের বিশিষ্ট ওলামায়ে কেরাম।
এছাড়া বিশেষ আকর্শন হিসেবে উক্ত সম্মেলনে থাকছে সরাসরি প্রশ্নোত্তর পর্ব। উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে সরাসরি প্রশ্নের জবাব দেবেন বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা মুফতী দিলওয়ার হোসাইন (দা:বা:)।
সম্মেলনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন আন্তর্জাতিক ক্বারী ও হাফিজ মুহাম্মদ জাকারিয়া।