বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০১৭
প্রথম পাতা » খুলনা » বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাগেরহাট প্রতিনিধি :: (১৬ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২০মি.) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমান সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় সাফল্য অর্জন করে চলছে।
তিনি বলেন, দেশে এখন সব ধরনের সন্ত্রাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে এ সরকার। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সুন্দরবনের জলদস্যু ছোট রাজু বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে।
৩০ মার্চ বৃহষ্পতিবার বেলা ১ টার বরিশালের রুপাতলীতে র্যাব-৮ এর সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করেন।
তিনি বলেন, আমরা রক্ত ঝরাতে চাই না। যারা এখনো খারাপ কাজে আছেন তারা ফিরে আসুন। না আসলে ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করবো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এ সকল কাজে সহযোগিতা করছেন তারাও আত্মসমর্পণ করেন। যারা আত্মসমর্পণ করছেন তাদের সব রকমের পুনর্বাসনের ব্যবস্থা করছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, ইসলামের নামে যারা আজ দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসতে হবে।
র্যাব বরিশাল-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান ছোট রাজু বাহিনী ১৫ জন সদস্য আত্মসমর্পণ করেন। তারা হলেন- খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা ও ‘ছোট রাজু’ বাহিনী প্রধান মো. রাজু মোল্লা ওরফে ছোট রাজু (৪৮), মো. মনিরুল ইসলাম (৩৫), মো. সিরাজুল ইসলাম গাজী (২৯), মো. আলফাজ হোসেন (২৫), মো. হারুন সরদার (৩৮), মো. বিল্লাল গাজী ওরফে ম্যাজিক বিল্লাল (৩৬), মো. খতিব গাজী ওরফে খতিব (৩৭), মো. মিকাইল গাজী (৩৭), মো. কামরুল সরদার (৩৯), মো. ফরহাদ সরদার (২৬), মো. সালাম গাজী (৩৭), মো. মিলন শেখ (২৫), মো. ফরহাদ গাজী (৩২), মো. সাব্বির শেখ (৪২) ও মো. মনিরুল গাজী মনি (৩৯)। তাদের কাছ থেকে ২১টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন প্রকার অস্ত্রের প্রায় এক হাজার ২৩৭ রাউন্ড গুলি জব্দ করা হয় ।