শুক্রবার ● ৩১ মার্চ ২০১৭
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীর তিন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সম্মানা
ঈশ্বরদীর তিন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সম্মানা
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৭ চৈত্য ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৪মি.) ঈশ্বরদীর রাজনৈতিক সচেতন এলাকা বলে পরিচিত চরমিরকামারী গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথম বারের মত ঈশ্বরদীর তিন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সংবর্ধণা ও সম্মানা প্রদান করা হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় চরমিরকামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধণা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য,সম্মানা পদক প্রদান ও পুরস্কার বিতরণ করেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু। অনুষ্ঠানে সংবর্ধিত ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন,বিশিষ্ট সমাজ সেবক ,সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস এবং সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌহিদ আক্তার পান্না। প্রধান শিক্ষক আবু মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ,পিটিএ সভাপতি এমএ করিম,ফওজিয়া মঞ্জু,মঞ্জয়ারা বেগম,তুহিন বিশ্বাস ও সাংবাদিক সেলিম আহমেদ।
অনুষ্ঠানে ঈশ্বরদীসহ দেশের বিভিন্ন উন্নয়নে দৈনিক জনকন্ঠে প্রকাশিত কিছু বস্তুনিষ্ঠ রিপোর্ট এবং স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সুস্থ সাংস্কৃতি চর্চায় বিশেষ অবদান রাখায় তৌহিদ আক্তার পান্নাকে সম্মানা পদক দেওয়া হয়। রাজনীতিতে বিশেষ অবদানের জন্য ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টুকে এবং সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাসকে সম্মানা পদক দেওয়া হয়।