শুক্রবার ● ৩১ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সাংবাদিক মারপিট করায় গাবতলী প্রেসক্লাবের ক্ষোভ প্রকাশ
সাংবাদিক মারপিট করায় গাবতলী প্রেসক্লাবের ক্ষোভ প্রকাশ
বগুড়া জেলা প্রতিনিধি :: (১৭ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মি.) বগুড়ার গাবতলী মডেল থানার ওসি আব্দুল্লাহ আল হাসানের আত্মহত্যা ঘটনায় উপজেলা হাসপাতালে তথ্য সংগ্রহ করতে গেলে সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) এস.এ.এম ফজল-ই-খুদা পলাশ, এসআই সুজা, মজিদ’সহ কয়েকজন পুলিশ দৈনিক করতোয়া গাবতলী উপজেলা প্রতিনিধি এনামুল হক’কে মারপিট করার প্রতিবাদে ৩০ মার্চ বৃহস্পতিবার প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি রায়হান রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক, যুগ্ম সম্পাদক সাব্বির হাসান, কোষাধ্যক্ষ আল আমিন মন্ডল, নির্বাহী সদস্য আব্দুল করিম আকন্দ, সদস্য নজরুল ইসলাম খান, রেজাউল করিম সুজন, নাছের মাহমুদ মানিক প্রমূখ। এঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোষী পুলিশ কর্মকর্তাদের অপসারনের দাবীতে বিবৃত্তি প্রদান করেছেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাকী, সদস্য এস এম কাওছার, অধ্যক্ষ রেজাউল বারী, এম ফজলুল হক বাবলু, ইসলাম রফিক, আতাউর রহমান, আকরাম বিন-হামেদ, মনিরুল ইসলাম মিলন, রনি সরকার, আমিমুল এহসান শামীম। জরুরী সভায় দোষী পুলিশ কর্মকর্তাদের অপসারনের দাবীতে ১ এপ্রিল রবিবার বেলা সাড়ে ১১টায় থানা তিনমাথা মোড়ে সাংবাদিকদের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী ঘোষনা করা হয়।