শনিবার ● ১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিলেটে ছাত্রদলকর্মী খুন : গ্রেফতার ৩
সিলেটে ছাত্রদলকর্মী খুন : গ্রেফতার ৩
সিলেট প্রতিনিধি :: (১৮ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১২.২২মি.) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ডন হাসান (২৫) নামের এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে একদল যুবক। শুক্রবার রাত সাড় ৮টার দিকে ওসমানী মেডিকেলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুসা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিছুদিন আগে আবু সিনা ছাত্রাবাসে একটি মার্ডার হয়েছিলো সেই মামলার এক নম্বর আসামী ছিলো এই ডন। কিছুদিন আগে জামিন পায় ডন। জামিন পাওয়ার পর আজ থেকে প্রায় ১৫ দিন আগে ডন ছাত্রলীগ নেতা রাব্বিকে কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে রাব্বি বক্ষব্যধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যপারে সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ বলেন, আবু সিনা ছাত্রাবাসের সামনে কয়েক মাস আগে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ছাত্রদল কর্মী ডন হাসান ঐ মামলার চার্জশীটভুক্ত আসামী। কিছুদিন আগে এই মামলার কয়েকজন সাক্ষীকে মেরে আহত করেন। শুক্রবার রাতে ওসমানী মেডিকেলের সামনে পেয়ে কয়েকজন যুবক তাকে কুপিয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
গ্রুপিং নিয়ে ঝামেলা থেকে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।