শনিবার ● ১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খেলা » বরকল উপজেলায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ শুরু
বরকল উপজেলায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ শুরু
ক্রীড়া প্রতিবেদক :: (১৮ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১২.৩৬ মি.) জেলা ক্রীড়া অফিস রাঙামাটি পার্বত্য জেলা এর ব্যবস্থাপনায় ৩১ মার্চ শুক্রবার বরকল উপজেলা সদরে বরকল মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্রীড়া সংস্থার খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে স্কুল ছাত্রদের অংশ গ্রহনে এক মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ শুভ উদ্বোধনী মধ্য দিয়ে শুরু হয়েছে।
প্রশিক্ষণে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ (ত্রিশ) জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করছে। বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমার সভাপতিত্বে বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষনের উদ্বোধন করেন। বড় হরিনা ৫ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নীলা ময় চাকমা, সাংবাদিক পুলিন বিহারী চাকমা এসময় উপস্থিত ছিলেন। ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেছেন এবং পড়ালেখার পাশাপাশি নিজেকে খেলাধূলায় চর্চা রেখে সুষ্ঠ মন-সুষ্ঠ শরীর গঠনের এবং যাবতীয় মাদকদ্রব্য ও সন্ত্রাসি কার্যকলাপ থেকে সম্পূর্ন মুক্ত রেখে সুন্দর জীবন চলার পথ সুগম করার উপদেশমূলক তাঁর স্বাগতিক বক্তব্যে তুলে ধরেছেন। তার পাশাপাশি চলমান মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণটি মনযোগ দিয়ে চর্চা করে দক্ষতা অর্জনের লক্ষ্যে মনোনিবেশ করতে বলা হয়। কারন এ প্রশিক্ষণ থেকে দক্ষ ফুটবল খেলোয়াড় গড়ে উঠে প্রতি বৎসর ক্রীড়া পরিদপ্তর কর্তৃক ঢাকাতে আয়োজিত ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্ণামেন্ট বিভাগীয় বাছাই দলে নিজেকে টিকে রেখে উত্তীর্ন হতে হবে। বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিক মতি লাল চাকমা (বিপিএড্) এ মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ প্রদান করবেন এবং বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্ব পালন করছে।