শনিবার ● ১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বগুড়া » বগুড়ায় স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন
বগুড়ায় স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন
বগুড়া প্রতিনিধি :: (১৮ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ী মিছিরন নেছা জহুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ৩০ মার্চ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ভোট গ্রহন চলে সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত। ছাত্রীদের প্রত্যক্ষ ভোটে ৮জন প্রতিনিধি সমন্বয়ে একবছর মেয়াদী স্টুডেন্ট কেবিনেট গঠিত হবে। ভোটারদের নিকট স্ব-স্ব প্রার্থী তাদের পক্ষে প্রচারনা চালায়। ভোট কে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপস্থিতি ও ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মত। এই প্রথমবার নির্বাচনে ভোট দিতে পেরে শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ উল্লাস। ৬ষ্ঠশ্রেণিতে ৬জন, ৭ম ২জন, ৮ম ৩জন, ৯ম ৩জন ও ১০ম শ্রেণিতে ৩জন মোট ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৮জন বিজয়ী হয়। নির্বাচনে মনিকা আকতার (১০ম শ্রেণি) প্রধান নির্বাচন কমিশনার ও রাহাত মোস্তারী (৯ম শ্রেণি) ও রিফা আকতার (৮ম শ্রেণি) নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ৩০১জন ভোটারের মধ্যে ২৩৯জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে স্বরনিকা আকতার (৬ষ্ঠ শ্রেণি), রিফাহ তাছনিয়া (৭ম শ্রেণি), সাথী আকতার, আশা খাতুন (৮ম শ্রেণি), তাছমির জাহান, তানজিলা আকতার (৯ম শ্রেণি), রাবেয়া আক্তার ও তানজিলা আক্তার (১০ম শ্রেণি) কে বিজয়ী করেন। নির্বাচন পর্যাবেক্ষন করেন প্রধান শিক্ষক হাফিজার রহমান ও সহকারী প্রধান শিক্ষক বখতিয়ার রহমান’সহ সকল শিক্ষকবৃন্দ।