শনিবার ● ১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষা খাতে আরও বিনিয়োগ বাড়াতে হবে : ড. মুমেন
শিক্ষা খাতে আরও বিনিয়োগ বাড়াতে হবে : ড. মুমেন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৮ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৮মি.) জাতীসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আব্দুল মুমেন বলেছেন, বিশ্বনাথের শিক্ষাক্ষেত্রে প্রবাসী এডুকেশন ট্রাস্ট গুরুত্বপুর্ন অবদান রেখে যাচ্ছে। কারণ শিক্ষিত জাতি গঠন করতে হলে আমাদের শিক্ষাক্ষেত্রে আরও বিনিয়োগ করতে হবে। উচ্চ-শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের দক্ষ জনবলে পরিনত করতে দেশি-বিদেশী সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী প্রজন্মের শিক্ষার্থীদের সুশিক্ষায়-শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
তিনি ১ এপ্রিল শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ১৮তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। পৃথক দু’টি অধিবেশনের মধ্যদিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার ও ট্রাস্টের সভাপতি মতছির খানের সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন ও বাংলাদেশ কো-অর্ডিনেটর নিশিকান্ত পালের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, শিক্ষাবিদ তজম্মুল আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, বিশ্বনাথ আলিয়া মাদরাসার অধ্যক্ষ নু’মান আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, ট্রাস্টের ট্রেজারার আজম খান, ট্রাস্টের ট্রাস্টী শেখ তাহির উল্লাহ, মাফিজ খান, রহমত আলী, মঈনুল ইসলাম খান, আব্দুল খালিক, আব্দুল ওয়াহিদ, মোবারক আলী, মাসুক মিয়া, শফিক মিয়া,কবির মিয়া, রফিকুল ইসলাম খান, কবির মিয়া, ব্যাংকার তাজ উদ্দিন, সমাজসেবক শাহ মতছির আলী।
অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার ২০৭ জনকে বৃত্তি এবং দু’টি কলেজের ৩৫জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও ৯টি শিক্ষা প্রতিষ্টানে খেলার সামগ্রী বিতরণ করা হয়।