মঙ্গলবার ● ১১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ৫৭ ধারায় দায়েরকৃত মামলায় দুই সাংবাদিকের জামিন
রাঙামাটিতে ৫৭ ধারায় দায়েরকৃত মামলায় দুই সাংবাদিকের জামিন
ষ্টাফ রিপোর্টার :: (২৮ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৩মি.) রাঙামাটিতে হয়রানী মূলক মামলায় জামিন পেয়েছেন পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও প্রধান সম্পাদক ও নকশী টিভি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন এবং সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক, সিএইচটি মিডিয়া টিভি ডটকম সম্পাদক ও সাপ্তহিক অনাবিল সংবাদের রাঙামাটি জেলা প্রতিনিধি সাংবাদিক জুঁই চাকমা। সাংবাদিক জুঁই চাকমা তার ২৮ মাসের শিশু সন্তানসহ ৯দিন হাজতবাস করেন।
১১ এপ্রিল মঙ্গলবার রাঙামাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ জেলা দায়রা জজ মোহাম্মদ কাউছার দীর্ঘ শুনানী শেষে এ জামিন মঞ্জুর করেন। সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন ও জুঁই চাকমা’র পক্ষে আইনজীবি ছিলেন এডভোকেট জুয়েল দেওয়ান, এডভোকেট দীপেন দেওয়ান ও এডভোকেট সৌরভ দেওয়ান।
উল্লেখ্য, চলতি বছর ১৭ জানুয়ারি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ স্থানীয় গনমাধ্যম কর্মীদের প্রতি বৈষম্য মুলক আচরনের বিষয়ে একটি সংবাদ প্রকাশ করায় নির্মল বড়ুয়া মিলন ও জুঁই চাকমা’র বিরুদ্ধে ২ ফেব্রয়ারি ৫৭(২) ধারায় মামলা দায়ের করেন রাঙামাটির একজন সাংবাদিক ।
২০ জানুয়ারি মহামান্য উচ্চ আদালতের আগাম জামিন নিয়ে রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে ২ এপ্রিল শুনানীর দিন রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামসউদ্দীন খালেদ জামিন আবেদন না মঞ্জুর করে তাদের উভয়কে রাঙামাটি জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। পরে রাঙামাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করে ১১ এপ্রিল মঙ্গলবার শুনানির দিন বিজ্ঞ জেলা দায়রা জজ মোহাম্মদ কাউছার দীর্ঘ শুনানী শেষে এ জামিন মঞ্জুর করেন।
এসময় রাষ্ট্র পক্ষের পিপি ছিলেন এডভোকেট মোহাম্মদ রফিক।
এদিকে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও প্রধান সম্পাদক সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন এবং সিএইচটি মিডিয়া টিভি ডটকম সম্পাদক ও প্রকাশক সাংবাদিক জুঁই চাকমা’র মামলা বিষয়ে খোঁজ খবর নিতে রাজধানী থেকে রাঙামাটিতে ছুটে আসেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সিনিয়র যুগ্ম সম্পাদক আসন্ন নির্বাচন২০১৭ এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকমুনুর জামান রনি। তিনি গত ১০ এপ্রিল সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন ও সাংবাদিক জুঁই চাকমা’র সাথে রাঙামাটি জেলা কারাগারে গিয়ে দেখা করেন।
এসময় রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সত্যপ্রিয় চাকমা ও নির্বাহী সদস্য ডা. শংকর কান্তি দাশ প্রমুখ রোকমুনুর জামান রনি সাথে ছিলেন। জামিন প্রক্রিয়ায় অংশ নিতে ৯ এপ্রিল থেকে তিনি রাঙামাটিতে অবস্থান করেন।