বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খেলা » বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা অন্বেষণ শুরু
বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা অন্বেষণ শুরু
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ সরকারের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প “তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কর্যক্রম ২০১৭ ’’ এর জেলা পর্যায়ের প্রাথমিক বাছাই প্রক্রিয়ার সোমবার ছিল দ্বিতীয় দিন। জানা যায়. ঠাকুরগাঁও, বরিশাল, রাজবাড়ী ও সুনামগঞ্জ জেলার জেলা স্টেডিয়ামে সকাল ৮ টা থেকেই ক্ষুদে খেলোয়াড়দে জেলা প্রতিনিধির মাধ্যমে জানা যায়। ঠাকুরগাঁও জেলায় ৫৮৫ জন, বরিশাল জেলায় ৩৮০ জন, রাজবাড়ী জেলায় ২৫৬ জন ও সুনামগঞ্জ জেলায় ২৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল । চার জেলায় পরীক্ষার্থীর মোট উপস্থিতি ছিল ১৪৫৯ জন।
উল্লেখ্য আগামী ২৭ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট দিন অবশিষ্ট্য জেলা সমূহে প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালিত হবে।
সারা দেশ থেকে ১ হাজার জনকে প্রাথমিক ভাবে নির্বাচন করে প্রথমে এক মাসের প্রশিক্ষণ দেয়া হবে।
এক মাসের ক্যাম্প থেকে বাছাইকৃত ২শত জনকে নিয়ে ৪ মাসের আরও ১টি ক্যাম্প পরিচালনা করা হবে।
পরবর্তীতে ৪ মাসের প্রশিক্ষণ ক্যাম্প থেকে নির্বাচিত অধিকতর প্রতিভাবান খেলোয়াড়কে বিকেএসপি’র ভর্তিতে অগ্রাধীকার দেয়া হবে। ২০১৭ এর ভর্তি প্রক্রিয়ায় এ প্রকল্প থেকে মোট ভর্তিকৃত প্রশিক্ষণার্থীর শতকরা ৮০ ভাগেরও বেশি জনকে বিকেএসপি’র দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্যক্রমে ভর্তি করা হয়েছে ।
১১ এপ্রিল দিনজপুর, ঝালকাঠি, ফরিদপুর ও সিলেট জেলায় বিকেএসপি’র প্রতিভা অন্বেষণের কার্যক্রম অনুষ্ঠিত হবে।