বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সাংগ্রাই উপলক্ষ্যে প্রস্তুতি সভা
বান্দরবানে সাংগ্রাই উপলক্ষ্যে প্রস্তুতি সভা
মো. নুর হোসেন, বান্দরবান জেলা প্রতিনিধি :: বান্দরবানে সাংগ্রাই উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার সকালে বান্দরবান রাজার মাঠ সংলগ্ন রি স্বং সং রেষ্টুরেন্টে এ প্রস্তুতি সভা পালন করে সাংগ্রাই উৎসব উদ্যাপন পরিষদ। এসময় উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি হ্লা গ্য চিং মার্মা, সহ-সভাপতি মিনিপ্রু মার্মা, সহ-সভাপতি এমেচিং মার্মা, সহ-সভাপতি মংমংপ্রু, সাধারণ সম্পাদক কোকোচিং, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিক উল্লাহসহ সাংগ্রাই উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট,অনলাইন মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
বান্দরবানে ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মিনি ম্যারাথন দৌড়, বয়:জৈষ্ঠ পূজা, বুদ্ধ স্নান পূজা, মৈত্রী পানিবর্ষণসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে মার্মাদের এ সাংগ্রাই উৎসব।
এ ব্যাপারে সদর থানার ওসি রফিক উল্লাহ তার বক্তব্যে বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। সাথে সাথে আপনাদের সকলের সহযোগীতা কামনা করি।