সোমবার ● ৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » রাঙামাটিতে চালু হলো কাঙ্খিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম
রাঙামাটিতে চালু হলো কাঙ্খিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম
ষ্টাফ রিপোর্টার ::রাঙামাটিতে চালু হলো বহুদিনের কাঙ্খিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষা কার্যক্রম৷
সোমবার সকাল ১০.০০টায় রাঙামাটি শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়৷
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক সামশুল আরেফিন৷
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.প্রদানন্দ বিকাশ খীসা, রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মঈন উদ্দীন শামস, রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ মোস্তাফা জামান, ৩০৫ পদাতিক ব্রিগেডের বি.এম মেজর হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুয়েল সিকদার, ধীমান ধর ও সুদীপ্তা চাকমা প্রমুখ৷
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষা কার্যক্রমে মোট ৭৩ জন ছাত্র/ছাত্রী ভর্তি হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপস্থাপন বিভাগের ছাত্র ২২ জন ও ছাত্রী ২ জন, কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪ জন ছাত্র ও ৫ জন ছাত্রী মোট ৪৩ জন ছাত্র/ছাত্রী, কর্মকর্তা ৫ জন ও কর্মচারী ১৩ জন উপস্থিত ছিলেন৷
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুতেই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি প্রদানের মাধ্যমে বাঁধা প্রদান করে আসছিলো পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক ক্ষুদ্র জনগোষ্ঠী সম্প্রদায়ের রাজনৈতিক সংগঠন গুলি৷
বিগত কয়েক মাস যাবত্ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা শিক্ষা কার্যক্রম চালু করার লক্ষে প্রধান মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্বারকলিপি প্রদান, গণস্বাক্ষর সংগ্রহ, প্রতীকি অনশন, অবস্থান ধর্মঘট ও গত ৫ নভেম্বর আমরণ অনশন কর্মসূচি ঘোষণা দেয়৷
পরিশেষে রাঙামাটি জেলার স্থানীয় প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় চালু করা হলো স্থানীয় শিক্ষা অনুরাগীদের কাঙ্খিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষা কার্যক্রম৷
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষা কার্যক্রমে অংশ গ্রহনকারী ছাত্র/ছাত্রীদের অভিবাবক ও শিক্ষার্থীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি৷
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষা কার্যক্রম চালু আগের দিন রবিবার থেকে রাঙামাটি শহরে জোরদার করা হয় আইন শৃংখলা বাহিনীর টহল৷
আজও রাঙামাটি শহরে সেনা বাহিনী,বিজিবি,পুলিশ,আনসার ও সাদা পোষাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তত্পরতা চোখে পড়ার মত ছিল, এছাড়া নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ডাকা ছিল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী স্থান রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়৷
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর বিষয়ে সোমবার পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক ক্ষুদ্র জনগোষ্ঠী সম্প্রদায়ের রাজনৈতিক সংগঠন গুলির কোন রাজনৈতিক কার্যক্রম ছিলো না৷
রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় প্রশাসনের একটি সূত্র জানায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অবকাঠামো নির্মান না হওয়া পর্যন্ত রাঙামাটি শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালানো হবে৷
আপলোড : ৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বেলা ১২.৫৫ মিঃ