বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » ঝালকাঠি » কোন পুলিশ সদস্য যদি মাদক সেবন বা ব্যবসায় জড়িত থাকে, তাকে চাকুুরী ছেড়ে বাড়ি ফিরে যেতে হবে : ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান
কোন পুলিশ সদস্য যদি মাদক সেবন বা ব্যবসায় জড়িত থাকে, তাকে চাকুুরী ছেড়ে বাড়ি ফিরে যেতে হবে : ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত স্থানীয় রাজাপুর পাইলট বালিকা বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে ৫৫ জন বিভিন্ন বয়সের ব্যক্তি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পুলিশ তাদের পুর্নবাসিত করেন। জেলার রাজাপুর থানা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে। ঝালকাঠি পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য করেন বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান (বিপিএম, পিপিএম)। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ আজ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত দেশ প্রেমিক পুলিশ। তিনি আরও বলেন, বরিশাল বিভাগের ৪৫টি থানা ও ৬টি জেলার কোন পুলিশ সদস্য যদি মাদক সেবন বা ব্যবসায় জড়িত থাকে, তাকে চাকুরী ছেড়ে বাড়ি ফিরে যেতে হবে। জঙ্গি প্রসঙ্গে ডিআইজি আরও বলেন, যারা মানুষকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভুল পথে পরিচালিত করছে, তারা একাত্তরের পাকিস্থানীদের দোসর। এরা বাংলাদেশের স্বাধীনতা চায়নি বলে এখনও ঘাপটি মেরে আছে। এদের প্রতিহত করতে ডিআইজি সবার প্রতি আহ্বান জানান।স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য করে। সামাবেশ শেষে মাদকের ভয়াবহ জীবন থেকে ফিরে আসা ৫৫ ব্যক্তিকে ফুলেল শুভেচ্ছা জানান জিআইজি। পুলিশের পক্ষ থেকে তাদের পুর্নবাসনে আর্থিক সহায়তাও করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।