বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী হালিম নিহত (ভিডিওসহ)
সিরাজগঞ্জে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী হালিম নিহত (ভিডিওসহ)
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৯ চৈত্র ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.০২মি.) সিরাজগঞ্জের কামারখন্দে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল হালিম সরকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। হালিম শীর্ষ সন্ত্রাসী বলে র্যাব দাবী করেছে। এ ঘটনায় র্যাবের দুই ‘সদস্য আহত হয়েছেন। ১২ এপ্রিল বুধবার ভোররাত আড়াইটার দিকে উপজেলার চক শাহবাজপুর উত্তরপাড়া ঝাঐল ওভারব্রীজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে। নিহত আব্দুল হালিম কামারখন্দ উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামের মৃত কামাল সরকারের ছেলে।
র্যাব-১২ স্পেশাল কোম্পানী সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঝাঐল ওভারব্রীজ এলাকায় একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করলে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে সেখানে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় শীর্ষ সন্ত্রাসী আব্দুল হালিমকে পাওয়া যায়। বন্দুকযুদ্ধে চলাকালীন আনোয়ার ও এলএস শাহ আলম নামে দুই র্যাব সদস্য আহত হয়েছে। তিনি জানান, নিহত আব্দুল হালিমের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
সদর হাসপাতালের জরুরী বিভাগের ডা. শামীমুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মৃত অবস্থায় সাড়ে তিনটার দিকে র্যাব সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। তার বুকে কয়েকটি গুলি লেগেছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।