শনিবার ● ১৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বৈশাখের আনন্দ নিয়ে তাবাচ্ছুমের বাড়ি ফেরা হলো না
বৈশাখের আনন্দ নিয়ে তাবাচ্ছুমের বাড়ি ফেরা হলো না
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময়সন্ধ্যা ৬.৩০মি.) ১লা বৈশাখ বলে কথা। পান্তা ইলিশের সাথে বৈশাখী নতুন পোশাক। তাও মন ভরছিলনা তাবাচ্ছুমের। নতুন পোশাক পরে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিল তাবাচ্ছুম। সেই সাথে নানুর বাড়ি। কিন্তু বিধি বাম। নতুন পোশাক পরা হল, পান্তা ইলিশ হল, নানুর বাড়ি যাওয়া হল এমনকি বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোও হলো। হলনা শুধু ন’বছর বয়সি শাহারিয়া সুলতানা তাবাচ্ছুমের সবশেষ বাড়ি ফেরা।
শুক্রবার ১লা বৈশাল বিকেলে বান্দরবানের আলীকদম-পোয়ামুহুরী সড়কের মাতামুহুরী ব্রীজের উপর বেপরোয়া গতীতে ছুটে আসা একটি অটোরিক্সা (টমটম) ‘র চাকা মাড়িয়ে গেল উম্মে তাবাচ্ছুম এর বুকের উপর দিয়ে। উম্মে তাবাচ্ছুম উপজেলার রোয়াম্ভু আব্বাস কারবারী পাড়ার মো. জামাল উদ্দিনের মেয়ে। সে নয়াপাড়া ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার ৩য় শ্রেণীল ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এই রোডে অটোরিক্সাগুলো প্রায়ই বেপরোয়া গতীতে চলে। তার উপর ওই দিন গোটা এলাকা জুড়েই নতুন বছরের আমেজে ছেলে মেয়েদের উপছে পড়া ঢল ছিল। তাবাচ্ছুম মাতামুহুরী ব্রীজের উপর রাস্তার পাশ হেটে যাচ্ছিল। ঠিক ওই মুহুর্তে একটি অটোরিক্সা বেপরোয়া গতির ছুটে এসে তাবাচ্ছুমকে ধাক্কা দিলে তাবাচ্ছুম মাটিতে পড়ে যায়। আর অটোরিক্সাটি তাবাচ্ছুমের বুকের উপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাবাচ্ছুমের অবস্থা আশংকা জনক দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই রাত নটায় তাবাচ্ছুম চলে যায় না ফেরার দেশে।
বিষয়টি নিশ্চত করে আলীকদম থানা উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তাবাচ্ছুমের অভিভাবকরা এটাকে একটা দুর্ঘটনা মনে করে এবিষয়ে কোন প্রকার আইনি ব্যবস্থা নিতে চাননি। কারো উপর কোন দাবি দাওয়া কিংবা অভিযোগ নেই বলে জানিয়েছেন। যার কারণে আমরা এব্যপারে আইনি পদক্ষেপ নিতে পারিনি।
অভিযোগ না থাকার বিষয়ে তাবাচ্ছুমের চাচা মো. কামাল উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এটি আল্লাহর হুকুম ছিল বলেই হয়েছে। তাছাড়া একটি দুর্ঘটনা। এবিষয়ে আমাদের কোন অভিযোগ নেই।