রবিবার ● ১৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বরগুনা » বেতাগীতে আজ ইউপি ভোট : ভোটকেন্দ্রে গুলোতে চার স্তরের নিরাপত্তা
বেতাগীতে আজ ইউপি ভোট : ভোটকেন্দ্রে গুলোতে চার স্তরের নিরাপত্তা
বরগুনা প্রতিনিধি :: (৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৫৭মি.) রবিবার ১৬ এপ্রিল উৎসবমূখর নির্বাচনী পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন বেতাগী সদর ইউনিয়ানের ৪,৫ ও ৬নংওয়ার্ডের সংরক্ষিত আসনের উপ-নির্বাচন। চলছে টান টান উত্তেজনা। নেয়া হয়েছে সবধরনের প্রস্তুতি। ভোট উৎসবের এ লড়াইয়ে কে এগিয়ে,কার গলায় ঝুলবে বিজয় মালাএ প্রতীক্ষার প্রহর গুনছে এলাকাবাসী। এ সংরক্ষিত আসনের সদস্য পদে মোস: রুনু বেগম বই প্রতীক ও সালেয়া বেগম কলম প্রতীকে লড়াই করছেন। মোসা: রুনু বেগম তার ব্যাক্তিগত ভোট ব্যাংক এবং পরোক্ষ রাজনৈতিক সমর্থন নিয়ে বেশ শক্ত হাতে অগ্রসর হয়েছেন। তা ধরে রেখে বিজয়ের মালা ছিনিয়ে আনতে সক্ষম হবেন বলে জানান। সালেয়া বেগম হাঁটি হাঁটি পা করে নির্বাচনী যুদ্ধে অবতীর্ন হয়ে অনেক এগিয়েছেন। তবে সাধারন ভোটাররাই তার ভরসা। বিজয়ের ব্যাপারে সে সম্পুর্ন. আশাবাদী।উপ-নির্বাচনের একদম শেষ পর্যায়ে এসে প্রার্থী ও সমর্থকদের মাঝে উওেজনা বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক বলয়ের পারিপার্শ্বিকতার প্রভাবে নির্বাচনী পরিবেশ উওপ্ত হতেপারে এমনই আশঙ্কা কথা জানিয়েছেন স্থানীয়রা। উপজেলা নির্বাহী অফিসার এম.এম মাহমুদুর রহমান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।এ নির্বাচন সম্পর্কে ভোটারদের অভিমত প্রতিদন্দ্বিতা হবে ব্যক্তি, পারিবারিক ইমেজ ও রাজনৈতিক ইস্যুর কারনে ভোট বিপ্লব ঘটলে হাড্ডা-হাড্ডির লড়াই হবে।উপজেলা নির্বাচন অফিসার কাজী শহীদুল ইসলাম জানান,এখানে মোট ভোটারের সংখ্যা ৪ হাজার ৬৯৫ জন । এর মধ্যে ৪ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ঝোপখালী সরকারী প্রাথমিকবিদ্যালয়। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৫৬৭,বুথ সংখ্যা -৫ টি, ৫ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র দক্ষিন ভোলানাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৭৯৩, বুথ সংখ্যা -৬ টি। ৬ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র কিসমত ভোলানাথপুর নব সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৩৩৫ টি ও বুথ সংখ্যা -৪ টি । সংশ্লিস্ট সূত্রে প্রাথমিক ভাবে জানাগেছে, ৩টি কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেটহিসেবে দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এম.এম মাহমুদুর রহমান, পুলিশ ৪জন ও আনসার বাহিনী রয়েছে ১৭ জন করে। এর মধ্যে ঝোপখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, দক্ষিন ভোলানাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইনেন্সটেকক্টর একে.এম শহীদুল্লাহ ও কিসমত ভোলানাথপুর নব সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান রেজা প্রিজইডিং অফিসারের দায়িত্বে রয়েছেন।