সোমবার ● ৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » সুসংবাদ অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম শুরু
সুসংবাদ অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম শুরু
প্রেস বিজ্ঞপ্তি :: দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে।
এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দিতে হবে। ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদফতরের ওয়েবসাইটে (িি.িঢ়ৎবংংরহভড়ৎস.ঢ়ড়ৎঃধষ.মড়া.নফ) পাওয়া যাবে। নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদফতরের প্রটোকল শাখা থেকে সংগ্রহ করা যাবে।
দাখিলকৃত তথ্যাদি যাচাই-বাছাই সাপেক্ষে তথ্য অধিদফতর অনলাইন পত্রিকাটির রেজিস্ট্রেশন প্রদান করবে।
এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদফতরের প্রটোকল শাখায় (ফোন নম্বর : ৯৫১৪০৬৫ অথবা ০১৭১৫২৫৫৭৬৫ নম্বরে) যোগাযোগ করা যেতে পারে।
বর্তমানে চলমান সকল অনলাইন পত্রিকাসমূহকেও একই প্রক্রিয়ায় নির্ধারিত ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণপূর্বক ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
সূত্র : তথ্য অধিদপ্তর : তথ্যবিবরণী নম্বর : ৩২৪৮ : সাইফুল্লাহ/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৫/১৭৫০ ঘণ্টা ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর )
বনপা’র সকল সদস্যদের সদয় অবগতি ও কার্যার্থে প্রকাশিত হইল :
আমরা জানতে পারলাম একটি মহল মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে উন্নয়নের ধারাকে বাধাঁগ্রস্থ করতে সুকৌশলে অপ্রচার ইতোমধ্যে শুরু করেছে।
নিউজ পোর্টাল মালিক ও সম্পাদকগণ কেউ গুজবে কান দিবেন না।
উপরোক্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সকল সদস্যরা বনপা’র সভাপতি শামসুল আলম স্বপন ও সাধারন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী (মোবাইল নং: ০১৭১১৩১৫১৭১) সহিত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ।