রবিবার ● ১৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » মামলা দায়েরের প্রতিবাদে বিশ্বনাথে ব্যবসায়ীদের মানববন্ধন
মামলা দায়েরের প্রতিবাদে বিশ্বনাথে ব্যবসায়ীদের মানববন্ধন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৮মি.) বিশ্বনাথ উপজেলার নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ’র উপর আদালতে মামলা দায়েরের প্রতিবাদে ১৬ এপ্রিল রবিবার ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাসিয়া সেতুর উপর নতুন বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ‘নতুন ও পুরাণবাজার বণিক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সম্প্রতি মিথ্যা উদ্দেশ্য প্রনোদিত, হয়রাণীমূল ও বানোয়াট’ ঘটনার অভিযোগ এনে জনৈক ফখরুল ইসলাম মতছিন আদালতে ষড়যন্ত্রমূলক বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ’সহ আরোও কয়েক জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আগামী ১৮ এপ্রিল এর শুনানী হবে। শুনানীর দিন বা এর পূর্বে আদালতে দায়ের করা মিথ্যা অভিযোগটি তুলে নেওয়ার জন্য বাদীর প্রতি আহবান করেছেন ব্যবসায়ীরা। আর তা না হলে আগামী দিনে ব্যবসায়ীরা কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দিবেন বলেও জানানো হয়।
নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সহ সভাপতি মতছির আলী’র সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ নবীন সোহেল’র পরিচালনায় বক্তব্য রাখেন পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন, নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাসমত আলী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সহ সভাপতি হাজী আমির আলী, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, কমিশনার এমদাদ হোসেন নাইম, আবদুল মতিন রণি, জয়নাল আবেদীন, সুন্দর আলী রুহুল, গিয়াস উদ্দিন, এমরান আলী, নতুন বাজার ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনছার আলী, হকার্স সমিতির সভাপতি আজিজুর রহমান, ভূসিমাল সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ব্যবসায়ী আবুল হোসেন, জুনাব আলী, দিলু মিয়া, চেরাগ আলী, আকবর আলী, সংগঠক শরীফ আহমদ, নজরুল ইসলাম, সিজিল আহমদ, মাছুম আহমদ, জুবায়ের আহমদ জয়, আরশ আলী প্রমুখ।