সোমবার ● ১৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি ও খাগড়াছড়ী জেলায় বুধবার সকাল সন্ধ্যা হরতাল
রাঙামাটি ও খাগড়াছড়ী জেলায় বুধবার সকাল সন্ধ্যা হরতাল
প্রেস বিজ্ঞপ্তি :: (৪ বৈশাখ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৪.০৪মি.) মহালছড়ীর মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামকে অপহরণের পর নির্মমভাবে হত্যাকারীদের গ্রেফতার ,তার পরিবারকে উপয্ক্তু ক্ষতিপূরণ প্রদান, পাকুয়াখালী, ভূষণছড়া সহ সকল হত্যাকান্ডের বিচার ও পার্বত্য ভূমি বন্দোবস্তী চালু, ও রাজাকার ত্রিদিব রায়ের নামে সকল স্হাপনার নাম বাতিল ও তার সকল স্হাবর অস্হাবর সম্পত্তি বাজেয়াপ্তির দাবীতে রাঙামাটি ও খাগড়াছড়ী জেলায় আগামী ১৯ এপ্রিল বুধবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদ।
লাশবাহী গাড়ী, এম্বুলেন্স, বিয়ের গাড়ী, ধর্মীয় কারণে যান চলাচল, ফায়ার সার্ভিস এর গাড়ী হরতাল এর আওতামুক্ত থাকবে ।
সোমবার সরাসরি ও টেলিকনফারেন্সের মাধ্যমে এক বৈঠকে পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদ নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত ঘোষণা করেন । সরাসরি ও টেলিকনফারেন্সের বৈঠকে ছিলেন, পার্বত্য গণ পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট পারভেজ তালুকদার, পার্বত্য গণ পরিষদ মহাসচিব এ্যাডভোকেট আলম খান ,সমধিকার মহাসচিব মো. মনিরুজ্জামান মনির, পার্বত্য গণ পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান , পার্বত্য গণ পরিষদ যুগ্ম মহাসচিব মুহাম্মদ অলি উল্লাহ , যুগ্ম মহাসচিব ইঞ্জনিয়ার মো. শহিদুল ইসলাম , যুগ্ম মহাসচিব হিরো তালুকদার, এস এম মহিউদ্দিন মুকুল, সাংগঠনিক সচিব আ্যডভোকেট আবদুল আউয়াল খান, রাঙামাটি জেলা সভাপতি মো. আবদুল খালেক , খাগড়াছড়ী জেলা সভাপতি মো. মাহবুব আলম মাস্টার , পার্বত্য গণ পরিষদ কেন্দ্রীয় নেতা নুরুল আলম মাস্টার, ইঞ্জনিয়ার সাইফুল ইসলাম, আ্যডভোকেট আবু হেনা মোতাফা কামাল, শেখ মো. মোতাফা , লিডার বশির মিয়া, সরোয়ার আলম, আ্যডভোকেট আর্শীবাদ বিশ্বাস । পার্বত্য গণ শ্রমিক পরিষদ সভাপতি মো. রাসেল , পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় সভাপতি আফসার হোসেন রনী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জনিয়ার মুন্না তালুকদার, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মো. কাশেম, যুগ্ম সম্পাদক ইনজিনীয়ার মো. সোহাগ, যুগ্ম সম্পাদক মো. শামসুজ্জামান বাপ্পী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রিগ্যান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সায়ফুল ইসলাম , পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদ রাঙামাটি জেলা আহবায়ক মো. শাহাদাত হোসেন, জেলা সদস্য মো. সাদেক, তৌহিদুল ও মো. শরীফ প্রমুখ । সমধিকার আন্দোলনের পক্ষে মহাসচিব মো. মনিরুজ্জামান মনির এ হরতালের পক্ষে সমর্থন ঘোষণা করেন ।