সোমবার ● ১৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » কুমিল্লা » বিকেএসপি’র প্রতিভা অন্বেষণ কার্যক্রম
বিকেএসপি’র প্রতিভা অন্বেষণ কার্যক্রম
ক্রীড়া প্রতিবেদক :: বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা অন্বেষণের আজ ছিল সপ্তম দিন । কুড়িগ্রাম, বাগেরহাট, মুন্সিগঞ্জ ও কুমিল্লা জেলায় প্রতিভা অন্বেষণের কার্যক্রম অনুষ্ঠিত হয় । চারটি জেলাতেই সকাল থেকে ক্ষুদে খেলোয়াড়দের সমাবেশ লক্ষ্য করা যায় । সবার চোখেমুখে ছিল বিকেএসপি’র প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পাবার দৃঢ় প্রত্যয়। কুড়িগ্রাম জেলায় ৩৪৮ জন, বাগেরহাট জেলায় ৫৭৫ জন, মুন্সিগঞ্জ জেলায় ১৯৯জন ও কুমিল্লা জেলায়৭৮৩ জন ক্ষুদে প্রতিভা অংশ নিয়েছে । চার জেলায় পরীক্ষার্থীর মোট উপস্থিতি ছিল ১৯০৫ জন । সারা দেশ থেকে ১ হাজার জনকে প্রাথমিক ভাবে নির্বাচন করে প্রথমে এক মাসের প্রশিক্ষণ দেয়া হব। এক মাসের ক্যাম্প থেকে বাছাইকৃত ২শত জনকে নিয়ে ৪ মাসের আরও ১টি ক্যাম্প পরিচালনা করা হবে। পরবর্তীতে ৪ মাসের প্রশিক্ষণ ক্যাম্প থেকে নির্বাচিত অধিকতর প্রতিভাবান খেলোয়াড়কে বিকেএসপি’র ভর্তিতে অগ্রাধীকার দেয়া হবে। ২০১৭ এর ভর্তি প্রক্রিয়ায় এ প্রকল্প থেকে মোট ভর্তিকৃত প্রশিক্ষণার্থীর শতকরা ৮০ ভাগেরও বেশি জনকে বিকেএসপি’র দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্যক্রমে ভর্তি করা হয়েছে ।
উল্লেখ্য, ক্রীড়ার মান উন্নয়নের লক্ষে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প “তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কর্যক্রম ২০১৭ ’’ এর জেলা পর্যায়ের প্রাথমিক বাছাই পরীক্ষা চলছে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট দিনে অবশিষ্ট্য জেলা সমূহে প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালিত হবে।
আগামীকাল মঙ্গলবার ১৮ এপ্রিল গাইবান্ধা, খুলনা, নারায়নগঞ্জ ও চাঁদপুর জেলায় বিকেএসপি’র প্রতিভা অন্বেষণের কার্যক্রম অনুষ্ঠিত হবে।