সোমবার ● ১৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » ঢাকা » মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শ্রদ্ধা নিবেদন
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শ্রদ্ধা নিবেদন
ঢাকা প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪১মি.) ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০১৭ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ১৭ এপ্রিল সকালে ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতির ইতিহাসে মুজিবনগর দিবস অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালে এই দিবসে স্বাধীন বাংলাদেশে প্রথম সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। যা বাঙালি জাতির সবচেয়ে গৌরব ও মহোত্তম অর্জন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক এডভোকেট খান চমন-ই-এলাহী, পাঠাগার সম্পাদক মো. কামাল হোসেন খান, নির্বাহী সদস্য মো. মাসুদ আলম ও এস.এম আজাদ, সাধারণ সদস্য ড. জাহেদুল ইসলাম সিদ্দিকী, আমিনুল ইসলাম, কবি খাদেমুল ইসলাম এস.এম ফয়েজ ও হুমায়ুন হিমু প্রমুখ।