মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » তথ্য প্রযুক্তি আইনে ছাত্রলীগ নেতা’সহ ৩জনকে আসামী করে মামলা
তথ্য প্রযুক্তি আইনে ছাত্রলীগ নেতা’সহ ৩জনকে আসামী করে মামলা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, উপজেলার শাহজিরগাঁও গ্রামের সোনাফর আলীর পুত্র ফয়জুল ইসলাম জয়’সহ ৩জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ১৩ এপ্রিল সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে এই মামলাটি দায়ের করেন শাহজিরগাঁও গ্রামের আরজান আলীর পুত্র রফিক আলী। সি.আর মামলা নং- ১১৫/২০১৭। মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন শাহজিরগাঁও গ্রামের মৃত আপ্তাব আলীর পুত্র জামাল আহমদ, একই গ্রামের সোনাফর আলীর পুত্র নজরুল ইসলাম।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্তরা সামাজিকভাবে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাদের (অভিযুক্তদের) নিজ নামীয় নামীয় ফেসবুক আইডি এবং ভূয়া আইডি তৈরী করে উক্ত আইডিগুলোর মাধ্যমে বাদি আরজান আলী ও তার আত্মীয় স্বজনের নামে কুরুচিপূর্ণ লেখা লেখি এবং ছবি এডিট করে নগ্ন ছবির সাথে সংযুক্ত করে ইন্টারনেটে প্রচার করেন। এছাড়া ভাইরালকৃত ছবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করে বাদিকে হুমকি প্রদান করেন। আদালত অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনের জন্য বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে নির্দেশ প্রদান করেছেন।