সোমবার ● ৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্যবসায়ীরা পর্যটন শিল্পের বিকাশ ও রাঙামাটিকে আকর্ষণীয় পর্যটন নগরী হিসাবে দেখতে চায়
ব্যবসায়ীরা পর্যটন শিল্পের বিকাশ ও রাঙামাটিকে আকর্ষণীয় পর্যটন নগরী হিসাবে দেখতে চায়
ষ্টাফ রিপোর্টার :: পর্যটন শিল্পের বিকাশ ও সারাবিশ্বে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষনা দিয়েছে সরকার ৷ এরই ধারাবাহিকতায় বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতি এর উদ্যোগে রাঙামাটির প্রাণ কেন্দ্র বনরূপায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় ৷ অভিযান চলাকালে জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য রাস্তার উপর অবৈধ দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হয় এবং পৌরসভা নির্মিত নিদির্ষ্ট ডাস্টবিনে আবর্জনা ফেলার জন্য সকলকে অনুরোধ করা হয় ৷ এছাড়া সমিতির নিজ অর্থায়নে ময়লা ফেলার ঝুড়ি ও বেলচা বিতরণ করা হয় ৷
সমিতির সভাপতি মোঃ আবু সৈয়দ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় ৷ এতে আরো উপস্থিত ছিলেন মায়া ধন চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি, দূর্নীতি প্রতিরোধ কমিটি, রাঙামাটি ও ত্রিদিব নগর এলাকার সম্মানিত ব্যক্তিবর্গগণ ৷ এছাড়াও উপস্থিত ছিলেন বনরুপা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি কানু দাশ গুপ্ত, গঙ্গা মানিক চাকমা, সাধারণ সম্পাদক তাপশ দাশ, সহ-সম্পাদক মোঃ নুরুল ইসলাম চৌধুরী মিন্টু ও মোঃ খালেদ মাসুদ, সংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন চৌধুরী ইকবাল, অর্থ সম্পাদক রনজিত কুমার ধর, দপ্তর সম্পাদক মোঃ ইউনুস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ নঈম উদ্দিন চৌধুরী, তথ্য, প্রচার, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক মোঃ হালিম শেখ, কার্যকরী সদস্য মোঃ হাফেজ ওমর ফারুক, মোঃ বেলাল হোসেন, মোঃ মাসুদ রানা সহ, ও সমিতির সাধারণ সদস্যরা ৷
সমিতির সভাপতি বলেন- পর্যটন নগরী ও রাঙামাটির প্রাণ কেন্দ্র বনরূপা পরিষ্কার-পরিছন্ন রাখার জন্য এই অভিযান নিয়মিত চলবে এবং এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্থরের জনসাধারণ, বনরুপা এলাকার ব্যবসায়ীবৃন্দ ও সংশ্লিষ্ট প্রশাসনের সহোযোগীতা কামনা করা হয় ৷আপলোড : ৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.২৭ মিঃ