মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে এনজিও’র উদ্যোগে মাতৃভাষা ভিত্তিক প্রি-স্কুল টেকসই করনে কর্মশালা
রাঙামাটিতে এনজিও’র উদ্যোগে মাতৃভাষা ভিত্তিক প্রি-স্কুল টেকসই করনে কর্মশালা
ষ্টাফ রিপোর্টার :: সেভ দ্য চিলড্রেন এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বেসরকরী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের শিশুর ক্ষমতায়ন প্রকল্প’র আওতায় মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষার প্রি-স্কুলসমূহকে টেকসইকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের দক্ষতা উন্নয়নে ৯-১০নভেম্বর ২দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে সোমবার সকালে শুরু হয়েছে ৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রানী সম্পদ বিভাগের আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্ভোধন করেন৷ কর্মশালায় সভাপতিত্ব করেন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা ৷ বিশেষ অতিথি হিসেবে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মফিজুল ইসলাম, আশিকার প্রকল্প সমন্বয়ক ত্রিপন চাকমা উপস্থিত ছিলেন ৷
কর্মশালার উদ্ধোধনকালে প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিশুর প্রারম্ভিক শিক্ষাটা মাতৃভাষায় হওয়া অত্যন্ত জরুরী ৷ পার্বত্য অঞ্চলের একজন পাংখোয়া সম্প্রদায় হিসেবে মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব কতটুকু তা আমি উপলব্ধি করতে পারি ৷ বিশেষ করে পার্বত্য অঞ্চলের স্কুলের শিক্ষার্থীরা স্কুলে যেতে চাইনা এ ভাষাগত কারণে ৷ আশিকার প্রকল্পের মাধ্যমে এ জেলার শিশুরা মাতৃভাষায় শিক্ষা গ্রহণে উত্সাহিত হওয়ার পাশাপাশি আগামীতে আরও স্কুলমূখী হবে ৷ শিক্ষার উন্নয়নে কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ প্রদানেরও আহ্বান জানান তিনি ৷
সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশেষ অতিথি বক্তব্যে বলেন, প্রাক-প্রাথমিক শিক্ষা শিশুর প্রারম্ভিক শিক্ষা গঠনে বিরাট গুরুত্বপুর্ণ পালন করে ৷ এ জেলায় এসে প্রায় সকল ধর্মালম্বী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কাজ করার সুযোগ এবং নতুন অভিজ্ঞতা ও হয়েছে৷ তিনি বলেন, আশিকার প্রকল্পের শিক্ষার্থীদের সহায়তার জন্য যতটুকু সম্ভব জেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে সহায়তা করা হবে ৷
আপলোড : ৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.০০ মিঃ