মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ৫৭ ধারায় মামলা দায়েরের প্রতিবাদে কাল আওয়ামী লীগের দুটি গ্রুপের পাল্টা-পাল্টি কর্মসূচি
৫৭ ধারায় মামলা দায়েরের প্রতিবাদে কাল আওয়ামী লীগের দুটি গ্রুপের পাল্টা-পাল্টি কর্মসূচি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫০মি.) তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারায় মামলা দায়েরের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগের দুটি গ্রুপ কাল ১৯ এপ্রিল বুধবার একই সময়ে উপজেলা সদরের পাল্টা-পাল্টি মিছিলের আহবানের ডাক দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মতছিনসহ অন্যান্য নেতৃবৃন্দের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে কাল বুধবার বেলা ২টায় উপজেলা সদরের মিছিলের ডাক দিয়েছেন বিশ্বনাথ আ’লীগ ও সহযোগি সংগঠনের একাংশের নেতৃবৃন্দ। অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ অন্যান্য নেতৃবৃন্দে ওপর তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদে ১৯ এপ্রিল বুধবার বেলা ২টায় উপজেলা সদরের নতুন বাজারস্থ আরামবাগ বক্ল সেচ্ছাসেবকলীগ-যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে মিছিলের ডাক দেয়া হয়েছে। উভয় পক্ষই যথা সময়ে মিছিল করতে অনড়। এতে উভয় পক্ষই মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পাল্টা-পাল্টি মিছিল আহবানের ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানাগেছে। এতে উপজেলাবাসী আতংকে রয়েছেন। ফখরুল ইসলাম মতছিন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী অনুসারী ও বাবুল আখতার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর অনুসারী নেতা।
জানাগেছে, বিশ্বনাথ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিশ্বনাথ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল আহমদ মতছিন। ‘ফেসবুকে’ কটুক্তিপূর্ণ স্ট্যাটাস দেয়ায় ২০০৬ সালের ৫৭ ধারায় ‘তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে’ ৬ এপ্রিল সিলেট আদালতে এ মামলাটি দায়ের করা হয়। আদালতের আদেশের প্রেক্ষিতে ১০ এপ্রিল বিশ্বনাথ থানায় রুজ্জু হয় মামলা।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মতছিনকে প্রধান আসামি রেখে আরও ৬জনের নাম উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এর ৫৭ ধারায় সিলেট আদালতে পাল্টা মামলা দায়ের করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। গত বুধবার সকালে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাঁকন দে আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে এফআইআর রুজ্জুক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দিতে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। আদালতের আদেশের প্রেক্ষিতে গত বুধবার রাতেই বিশ্বনাথ থানায় রুজ্জু হয় মামলা।
এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এর ৫৭ ধারায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বাদি হয়ে দায়েরকৃত মামলাটির যাবতীয় ডকুমেন্ট ভুয়া ও মিথ্যা চ্যালেঞ্জ করে গত বৃহস্পতিবার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে আরেকটি অভিযোগ দায়ের করেছেন উিপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ফখরুল আহমদ মতছিন। দায়েরকৃত মামলায় বাবুল আখতার’সহ ৭জনকে আসামি করা হয়েছে।
এব্যাপারে আরামবাগ বক্ল যুবলীগ নেতা সুন্দর আলী রুহুল বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ নেতৃন্দের ওপর মামলার প্রতিবাদে আগামীকাল (কাল বুধবার) বেলা ২টায় মিছিল অনুষ্ঠিত হবে।
আ.লীগ নেতা ফখরুল ইসলাম মতছিন বলেন, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মামলার প্রতিবাদে আগামীকাল (কাল বুধবার) বেলা ২টায় উপজেলা সদরের মিছিল অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে মিছিল অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।