মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » ভাঙ্গুড়ায় শিশু ছাত্রের পায়ে শিকল বেধে বর্বর আচরণের অভিযোগে মাদ্রাসার মুফতি বরখাস্ত
ভাঙ্গুড়ায় শিশু ছাত্রের পায়ে শিকল বেধে বর্বর আচরণের অভিযোগে মাদ্রাসার মুফতি বরখাস্ত
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :: পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় মাদ্রাসার এক শিশু ছাত্রের পায়ে শিকল বেধে বর্বর আচরণের অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনাটি ঘটে ভাঙ্গুড়া পৌরসভার জামে-উল-উলুম মাদ্রাসায় ৷ জানাগেছে গত কয়েকদিন ধরে ঐ মাদ্রাসার মুফতি হুজুর মোঃ আব্দুল আজিজ(২৮) সিয়াম নামের সাত বছর বয়সের ঐ ছাত্রটিকে রিক্সা ভ্যানের চেইন দ্বারা পায়ে বেরী দিযে মাদ্রাসার একটি অন্ধকার ঘরে আটক রাখে ৷ সোমবার সন্ধ্যায় লোকজন শিশুটির চিত্কার শুনে এগিয়ে গেলে নির্জন কক্ষে তার করুণ কান্না ও বাচাঁও বাচাঁও চিত্কার শুনতে পায় ৷ তারা কক্ষের তালা ভেঙ্গে প্রবেশ করে আলো জালিয়ে শিশুটির দুই পায়ে চেইন পেচিয়ে তালা লাগানো অবস্থায় দেখতে পান৷ সিয়ামের পিতা দক্ষিণ সারুটিয়া মহল্লার আনিছ অভিযোগ করেন মুফতি হুজুর অন্ধকার যুগের ন্যায় ঘরে আটক রেখে তার পুত্রের সাথে অমানবিক আচরণ করেছেন ৷ এদিকে ঘটনাটি এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করলেও পুলিশ অজ্ঞাত কারণে মুফতি আব্দুল আজিজ কে আটক করেনি ৷ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল আলম জানান ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ঐ মুফতিকে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তিনি ভাঙ্গুড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ৷ ওসি আবু জাফর জানান ইউএনও তাকে ঘটনাটি অবহিত করেছেন কিন্তু তিনি এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারেননি ৷ মুফতি হুজুর আব্দুল আজিজ জানান সিয়াম লেখা পড়া না করে ঘন ঘন মায়ের কাছে যেতে চায় জন্যে তাকে শাসত্মি দেয়া হয়েছে ৷ এদিকে এলাকাবাসী থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন তদবির ছাড়া পুলিশ কোন অভিযোগই আমলে নেয় না ৷
আপলোড : ১০ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.২৭ মিঃ