বৃহস্পতিবার ● ২০ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি আন্তরিক : চুমকি
সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি আন্তরিক : চুমকি
গাজীপুর জেলা প্রতিনিধি :: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি খুবই আন্তরিক। এই সরকার ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারা সবচেয়ে বেশি উপকৃত হয়।
১৯ এপ্রিল বুধবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা ভাতা বিতরণকালে উপজেলার আইসিটি সভা কক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব মানচিত্রে বাংলা নামের কাব্য রচয়িতার নামও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু এ দেশের ইতিহাস বড় নিষ্ঠুর ও নির্মম। যে মানুষটি আমাদের জন্য বাংলাদেশটা দিয়ে গেছেন, দেশ স্বাধীনের সাড়ে তিন বছরের মধ্যে স্বাধীন দেশের কাব্য রচয়িতাকে এই দেশের মাটিতেই স্ব পরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেদিন আল্লাহর মেহের বাণীতে জাতির জনকের দুই কন্যা দেশের বাহিরে থাকার কারণে বেঁচে যান। আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আর এভাবেই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত, উপজেলা প্রকৌশলী ফরহাদ হোসেন, সমাজসেবা অফিসার আমির হোসেন প্রমুখ।
এর আগে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা অধিদফতর আয়োজিত পল্লী-সমাজসেবা কার্যক্রমের আওতায় ২৪ জন দরিদ্রদের মাঝে ৫ লাখ টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেন এবং পরে উপজেলা মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।