শুক্রবার ● ২১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খাগড়াছড়ি কমিটির সভা
জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খাগড়াছড়ি কমিটির সভা
অন্তর মাহমুদ :: (৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৭মি.) খাগড়াছড়িতে নির্বাচন ছাড়া কোন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি মেনে নেয়া হবে না উল্লেখ করে বক্তারা বলেন,আগামীতে যে কোন কমিটি গঠন করতে সংগঠনের গঠনতন্ত্র মেনেই করতে হবে। তারা বলেন, নিজেদের পক্ষপাত তুষ্ট ও পছন্দের সন্তান দিয়ে পকেট কমিটি গঠনের চক্রান্ত আর হতে দেয়া হবেনা। মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে যাদের যথাযথ কাগজপত্র নাই তারা কমিটির দায়িত্বপুর্ণ পদে অন্তরর্ভুক্ত হতে পারবেন না দাবী করে সন্তানদের মতামত ছাড়া পুর্বের ন্যায় পরিচয় বিহীন কারও ব্যক্তিগত পছন্দের কমিটি দ্বারা সন্তান কমান্ড চালিয়ে নেয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষনা দেন। এ সময় উপযুক্ত কারণ দর্শানো ছাড়া বার বার সন্তান কমিটি বিলুপ্ত করার ঘৃন্য প্রথা পরিবর্তনের দাবী জানান বক্তারা। এ সময় তারা খাগড়াছড়ির মুক্তিযোদ্ধা বাছাই বাছাই শেষে প্রকৃত মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে নির্বাচনের মাধ্যমে জেলা সন্তান কমান্ড গঠনের জোর দাবী জানান।
বক্তারা,সন্তানদের মধ্যকার দুরত্ব কমিয়ে জেলা,উপজেলার সকল সন্তান একে অপরের সাথে পরিচয়,যোগাযোগ ও বিভিন্ন প্রয়োজনে পাশে দাঁড়ানোর গুরুত্বারোপ করে ঐক্যবদ্ধভাবে সন্তান কমান্ডের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় নিজেদের মধ্যে ঐক্য টিকিয়ে রাখতে সমিতি বা ফোরাম টাইপের একটা সংগঠন গঠন করার প্রস্তাব রাখেন বক্তারা।
২১এপ্রিল শুক্রবার দুপুর ১২ টায় খাগড়াছড়ি মহাজন পাড়ার টং রেষ্টুরেন্ট এর হল রুমে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড‘র কমিটি গঠনের প্রক্রিয়া ও তা বাস্তবায়নে সন্তানদের করনীয় শীর্ষক এক সাধারণ আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।
অর্ধশত সন্তানের অংশ নেয়া মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা সদর এর মুক্তিযোদ্ধা সন্তান লিটন কুমার ঘোষ (লিমিটন) এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, সদ্য সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো: হারুন,রামগড় উপজেলা সন্তান কমান্ডের সভাপতি মো: খাজা নাজিম উদ্দিন,সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন চেীধুরী,মানিকছড়ি সন্তান কমান্ডের সা: সম্পাদক মো: আমির হোসেন,মাটিরাঙ্গা উপজেলা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মো: সফিকুল ইসলাম মিলন, পানছড়ি উপজেলা সন্তান কমান্ডের সা: সম্পাদক মো: আবুল খায়ের প্রমুখ ।
এছাড়াও সন্তানদের মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম সম্পাদক আ: কুদ্দুছ,সদস্য মো: বাচ্চু মিয়া,মায়মুল ইসলাম,পানছড়ি উপজেলা সংসদ সন্তান কমান্ডের ,রামগড় উপজেলা সংসদ সন্তান কমান্ডের শেখ মহিউদ্দিন,রুই মারমা,সাথোয়াই মারমা,উচিং মারমা,মানিকছড়ি উপজেলা সংসদ সন্তান কমান্ডের সদস্য মো: শাহিন,মাটিরাঙ্গার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের মধ্যে তবলছড়ির সভাপতি মো: আবদুল মালেক,সদস্য ইউনুস,নুরুল হুদা,মো: শাহ আলম,খাগড়াছড়ি জেলা সন্তান কমান্ডের যুগ্ম সা: সম্পাদক আবু রাসেল সুমন , মাটিরাঙ্গার উপজেলার সন্তান কমান্ডের সদস্য আ: রহমান,আবদুল্লাহ আল্ মামুন,মো: জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।