![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শুক্রবার ● ২১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অাটক
রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অাটক
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৭মি.) রাঙ্গুনিয়ার ইয়াবা ব্যবসায়ী সলিমুল্লাহকে অাটক করেছে পুলিশ। দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া রাজারহাট ইউনিয়নের রাজার হাট এলাকা থেকে ১৫পিচ ইয়াবা সহ তাকে অাটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান রাঙ্গুনিয়া থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছিল সলিমুল্লাহ(৪৩)। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট এলাকায় ২০ এপ্রিল বৃহষ্পতিবার অভিযান চালায়। অভিযানে রাঙ্গুনিয়া থানার এসআই মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ১৫পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে অাটক করে।অাটককৃত সলিমুল্লাহ উপজেলার পদুয়া ইউনিয়নের লেদু মিন্ত্রী বাড়ির কবির আহম্মদের পুত্র। তার বিরুদ্ধে মাদক মামলাসহ ২টি মামলা রয়েছে।