রবিবার ● ২৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে মুক্তিযোদ্ধার সন্তান সমাবেশ
সিলেটে মুক্তিযোদ্ধার সন্তান সমাবেশ
সিলেট প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৩৬মি.) সিলেট মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের ব্যাবস্থাপনায় ২২ এপ্রিল শনিবার সকালে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিভাগীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল হেলাল মোরশেদ খান বীর বিক্রম বলেন, জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। এ সমস্যা দূর করতে হলে সর্বস্থরের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের যেভাবে সম্মান প্রদর্শন করা হচ্ছে তা কখনো কোন সরকার এভাবে করেনি। তাই শেখ হাসিনা সরকার থাকুক বা নাই থাকুক তিনি হচ্ছেন মুক্তিযোদ্ধাদের নেত্রী। তার উত্তরসূরী যে বা যারাই হোক না কেন নির্বাচনে আসলে আমরা তাকেই প্রাধান্য দিয়ে নেতা হিসেবে গ্রহণ করবো। কারণ মুক্তিযোদ্ধারা কখনো ভুলে নি বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার স্নেহ ভালবাসার সেই লালিত স্বপ্ন। তিনি আরো বলেন, আপনাদের জীবনের উন্নতি মানে আমাদের সোনার বাংলার উন্নতি।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন মতিন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি আহবায়ক শেখ আতিকুর বাবু। বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ,সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল হক, সুনামগঞ্জ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, হবিগনজ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাঠান, মৌলভীবাজার জেলা কমান্ডার মো জামাল উদ্দিন, সিলেট জেলার ডেপুটি কমান্ডার, আকরাম আলী, সহ কারী কমান্ডার সিরাজুল ইসলাম, সাংগঠনিক কমান্ডার আব্দুল হক, দক্ষিণ সুরমা কমান্ডার কুটি মিয়া,সদর উপজেলা কমান্ডার এরশাদ আলী, গোলাপগনজ উপজেলা কমান্ডার আলহাজ্ব মো. সফিকুর রহমান, জকিগনজ উজেলা কমান্ডার হাজী খলিলুর রহমান, জৈন্তাপুর উপজেলার কমান্ডার সিরাজুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা কমান্ডার আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসিত, বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি দেওয়ান কয়েছ গাজী, সিবিএ নেতা আব্দুর রহমান। সমাবেশ উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার সহ সভাপতি আব্দুল কাদির, সাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক শাহীন আহমদ চৌধুরী নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, তোফায়েল আহমদ রাজু, অর্থ সম্পাদক মো. ইবাদুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক সালাউদ্দিন বাবু, শিক্ষা, পাঠাগার মিলনায়তন সম্পাদক মাছুম আহমদ, ক্রীড়া সম্পাদক মহি উদ্দিন রাসেল ও যুদ্ধাহত বিষয়ক সম্পাদক আফসাল আহমদ লিপু।