সোমবার ● ২৪ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » পাবনা » প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দের সাথে সহকারী কমিশনারের মত বিনিময়
প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দের সাথে সহকারী কমিশনারের মত বিনিময়
চাটমোহর প্রতিনিধি :: (১১ বৈশাখ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৩১মি.) ২৪ এপ্রিল সোমবার বিকালে চাটমোহরের সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয়ে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দ সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সাথে প্রমথ চৌধুরীর বসত ভিটা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ পরবর্তী করণীয় বিষয়ে মত বিনিময় সভা করেছেন।
সংগঠনের সভাপতি ও সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকার সম্পাদক প্রভাষক ইকবাল কবীর রনজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মমিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।
এসময় চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক ও চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, নাট্য ব্যক্তিত্ব ইশারত আলী, সংগঠনের সহ সভাপতি শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আলী হায়দার সরদার, সহঃ অধ্যাপক মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক আলতাব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় প্রভাষক আব্দুস সালাম, প্রভাষক আব্দুল মজিদ, প্রভাষক বাবুল আকতার, প্রভাষক সৌমিত্র কর্মকার শিল্টু, সহঃ অধ্যাপক অশোক কুমার, সাংবাদিক আব্দুল লতিফ রনজু, এম এ আলীম আব্দুল্লাহ, বিপ্রদাস, গীতিকার মহিতোষ পাল, গীতিকার মোহাইমিনুল হালিম, আব্দুল মমিন মাষ্টার, ইউনুস আলী, সোহেল রানা, রাশেদুল ইসলাম হিমু, লিটন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ লেখকের পৈত্রিক ভিটা দখলমুক্ত করায় জেলা প্রশাসক রেখারানী বালো, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রমথ চৌধুরীর উদ্ধারকৃত পৈত্রিক ভিটার সীমানা নির্ধারণ পূর্বক প্রাচীর নির্মান, লাইব্রেরী প্রতিষ্ঠা, প্রমথ চৌধুরীর নামে মেলা চালু করা, বাসষ্ট্যান্ড এলাকায় প্রমথ চৌধুরীর জীবনী সম্বলিত সাইনবোর্ড স্থাপনসহ উক্ত স্থানে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল পাবনা জেলা প্রশাসন ও চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রমথ চৌধুরীর বেদখল হওয়া পৈত্রিক ভিটা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন যাবত প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ বাড়িটি উদ্ধার পূর্বক লেখকের স্মৃতি সংরক্ষণ ও প্রমথ চৌধুরীর নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী জানিয়ে আসছে।