মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » শিরোনাম » গাজীপুরে সার্বিক উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা
গাজীপুরে সার্বিক উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা
গাজীপুর প্রতিনিধি::স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের অধীনে মিউনিসিপ্যাল গভর্নেন্স অ্যান্ড সার্ভিসেস প্রজেক্টের (এমজিএসপি) আওতায় গাজীপুরের কালীগঞ্জে সার্বিক উন্নয়নে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ৷ ১০ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌর অডিটোরিয়ামে এলজিইডি রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট ও কালীগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়৷ কালীগঞ্জ পৌর মেয়র মো. লুত্ফুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতর রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিটের উপ-পরিচালক সাঈদ আহমেদ বাসেদ ৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই প্রজেক্টের সহকারী পরিচালক মো. শাহীন আক্তার, রাজিয়া সুলতানা ও নূরজাহান লিপি৷
পৌর সচিব মো. মিলন মিয়ার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ, আহমেদুল কবির, আওয়ামী লীগ নেতা এবিএম তারিকুল ইসলাম, মো. কামাল উদ্দিন আহমেদ দেওয়ান, পৌর প্রকৌশলী দিলীপ বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ৷ এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও পৌর কাউন্সিলর-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন৷আপলোড : ১০ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময়: সন্ধ্যা ৬.০৯মিঃ