বুধবার ● ২৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » রাউজানে এক ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রী’র মৃত্যু
রাউজানে এক ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রী’র মৃত্যু
রাউজান প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৬মি.) রাউজান পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ডে ফিতর মোহাম্মদ বাড়ীর মোহাম্মদ মুছা (৬৫) ২৬ এপ্রিল বুধবার জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করার পর হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েছিলেন। তার বমি হতে থাকলে চিকিৎসার জন্য রাউজানের একটি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকাল তিনটার দিকে মারা যান ।
ওই সংবাদ তার বাড়ীতে পৌঁছলে স্বামী মারা যাওয়ার সংবাদ শুনে মাটিতে লুঠে পড়েন স্ত্রী শেলী আকতারও। তাকে চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসক ডাকা হলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করেন জানান শেলী আকতার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার মানুষ ছুটে যায় ওই বাড়ীতে। এক ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রী মারা যাওয়ার ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানায় মোহাম্মদ মুছা উপজেলার বিনাজুরী ইউনিয়নের লেলাংগাড়া এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে ফিতর মোহাম্মদ চৌধুরী বাড়ীতে ভাড়া বাসায় থাকতেন। নিহত দম্পতির এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। ঘটনা সত্যতা স্বীকার করেছেন শেলী আকতারের বোনের পুত্র সাদমান শাইখ।