বৃহস্পতিবার ● ২৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ছাদিকুল হত্যাকারীদের গ্রেফতার ও চাঁদাবাজির প্রতিবাদে ছাত্র পরিষদের মানববন্ধন
খাগড়াছড়িতে ছাদিকুল হত্যাকারীদের গ্রেফতার ও চাঁদাবাজির প্রতিবাদে ছাত্র পরিষদের মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৪.০১মি.) জেলার মহালছড়িতে ভাড়ায় মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতার,পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও পাহাড়ি সন্ত্রাসীগুলোর অব্যাহত চাঁদাবাজির প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ।
বৃহস্পতিবার সকালে জেলা শহরের শাপলা চত্বরে মোড়ে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান খান, সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাহাজুল ইসলাম সজল ও কেন্দ্রীয় সাংগঠনিক সাদেকুর রহমান।
খাগড়াছড়ি জেলা সিনিয়র সহ-সভাপতি মো. মাঈনউদ্দীন’র সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেল আলম ও পানছড়ি উপজেলা শাখার সভাপতি সাইফুল আসলাম প্রমূখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভাড়ায় মোটরসাইকেল চালক সাদিকুল ইসলামের হত্যাকারী ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গ্রেফতার ও ছাদিকুলের পরিবারকে ক্ষতি পূরণ দেওয়ার দাবি জানান।
প্রসঙ্গত, অভিযোগ রয়েছে, গত ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাড়ায় মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলাম(২৩)কে দুই উপজাতি মহালছড়ি বাসস্ট্যান্ড থেকে রাঙামাটির ঘিলাছড়ি উদ্দেশ্যে ভাড়া করে নিয়ে যাওয়ার পর ছাদিকুল ইসলাম নিখোঁজ হন। তিনদিন পর ১৩ এপ্রিল বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় ছাদিকুল ইসলামের ক্ষত-বিক্ষত লাশ মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়।