বৃহস্পতিবার ● ২৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে জেলা প্রসাশকের মতবিনিময় সভা
পানছড়িতে জেলা প্রসাশকের মতবিনিময় সভা
পানছড়ি প্রতিনিধি :: (১৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৩মি.) ২০বছর আগে ৩ পার্বত্য জেলার যে অবস্থায় ছিল, আজ সেই অবস্থায় নেই, পার্বত্যঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে ব্যপক অগ্রগতি হয়েছে।
২৭ এপ্রিল বৃহস্প্রতিবার পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান কার্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রসাশক মো. রাশেদুল ইসলাম।
তিনি কার্বারীদের বেতন-ভাতার সমস্যা সমাধান করার জন্য উর্ধ্বতন কতৃপক্ষের বরাবরে লেখনির মাধ্যমে জানাবেন জানিয়ে আরো বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্টানের সমস্যা সমাধান কল্পে যে কোন সময় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আমার অবস্থান থেকে যা যা করনীয় তা করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম এর স্বাগত বক্তব্যের সভায় বাঙ্গালী গুচ্ছগ্রামের প্রকল্প চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত সমস্যা আগামী সপ্তাহ-দশ দিনের মধ্যে সমাধান করবেন জানিয়ে জেলা প্রশাসক বলেন, সাধারণ জনগন সরকারী কর্মকর্তা কর্মচারীদের কাছে সেবার আশা নিয়ে আসে, তাই তাদের সাথে সুন্দর এবং ভাল ব্যবহার করতে হবে। যদি সেবা করার এখতিয়ার না থাকে তবে ভাল ব্যবহার করে যে দপ্তরে সেবা পাবে সেই দপ্তর দেখিয়ে দিতে হবে।
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদের পরিচালিত সভায় উপজেলা চেয়ারম্যান সর্বত্তোম চাকমা বলেন, আমি শুধু চাকমা সম্প্রদায়ের জন্য কাজ করি তবে আমার অবস্থান হারাবো, তাই আমি সকল সম্প্রদায় ও সকল শ্রেণী পেশার মানুষের সাথে কাজ করি। তিনি আরো বলেন, পানছড়ি এলাকার সম্প্রিতি বজায় বাখতে এবং এলাকার উন্নয়নের জন্য সকলকে নিয়ে কাজ করছি এবং করবো।
উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুরে অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন,অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর জব্বার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রদুত্তোর চাকমা, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রৌয়াজা, পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান কবির সাজু ও পানছড়ি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা প্রমূখ।